১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তামিমকে দিতে হবে ফিটনেস পরীক্ষা

-

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ ভার্সনে খেলতে দেখা যেতে পারে তামিম ইকবালকে। এই টুর্নামেন্টে খেলার আগে অবশ্য ফিটনেস টেস্ট দিতে হবে বাঁ হাতি এই ওপেনারকে। এনসিএলের টি-২০ লিগ শুরুর আগে সেটিই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার।
তামিম পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। ছয় মাস পর আবারো মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। ধারণা ছিল বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি মাঠে নামবেন ফরচুন বরিশালের হয়ে। তার আগেই তামিম খেলতে পারেন জাতীয় লিগের টি-২০ ভার্সনে। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলার আগে অন্যান্য ক্রিকেটারদের মতোই ফিটনেস পরীক্ষা দেবেন তিনি।
হানান সরকার বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এনসিএল টি-২০ খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’
তিনি যোগ করেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’
জাতীয় লিগের টি-২০ টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো। সেমিফাইনাল ও ফাইনাল হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল