০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

শেষ রেকর্ডটি গড়েই সেরা সাঁতারু

সেরা সাঁতারুর পুরস্কার হাতে সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার : সাঁতার ফেডারেশন -


ম্যাক্স ৩৩তম জাতীয় সাঁতারের শেষ দিন। তাই অন্য দিনের তুলনায় গতকাল মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের পরিবেশ ছিল অপেক্ষাকৃত গোছানো পরিপাটি। শেষ দিনে প্রধান অতিথি ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি আসবেন। এই চতুর্থ দিনে নারীদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকের দিকে দৃষ্টি ছিল সবার। আগেই তিন জাতীয় রেকর্ডসহ পাঁচ ব্যক্তিগত স্বর্ণ জিতে পুরুষদের সেরা সাঁতারুর খেতাব জেতার কাজটি করে রেখেছিলেন সামিউল ইসলাম রাফি। কাল এবারের আসরের শেষ ইভেন্ট ৪ গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতে তিনি স্বর্ণ জিতেছেন ওমর আলী, মাহমুদুন্নবী নাহিদ ও আসিফ রেজাকে সাথে নিয়ে। কাল তিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতলেও ব্রোঞ্জ পান ৪০০ মিটার ফ্রি-স্টাইলে। অবশিষ্ট ছিল নারীদের সেরা সাঁতারুর খেতাব। তাই ১০০ মিটার ব্যাক স্ট্রোক বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এর আগ পর্যন্ত দুইটি জাতীয় রেকর্ডসহ দুই ব্যক্তিগত স্বর্ণ জিতে দাবি জোরাল করেন সেনাবাহিনীর রোমানা আক্তার। অন্য দিকে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে যুথী আক্তার রেকর্ড করতে পারলে তিনিই হবেন সেরা নারী সাঁতারু। শেষ পর্যন্ত এই ইভেন্টে রেকর্ডসহ স্বর্ণ জয় যুথীর। ফলে পুরুষ ও নারী দুই বিভাগের সেরা সাঁতারুর পুরস্কারই গেছে বাংলাদেশ নৌবাহিনীর দখলে।
২০২২ সালে নৌবাহিনীর সুরাইয়া আক্তার ১.১২.৩৭ মিনিট সময় নিয়ে এই ইভেন্টে রেকর্ড করেছিলেন। কাল যুথী ১.১১.৮৩ মিনিট সময় নিয়ে রেকর্ড বুকে নাম লেখান। এবার এটি তার দ্বিতীয় রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ৫০ মিটার ব্যাক স্ট্রোকে। ফলে মোট চারটি ব্যক্তিগত স্বর্ণ জিতে সেরা হয়েছেন মাদারীপুরের এই মেয়ে। পরশু ৫০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতে দ্রুততম নারী সাঁতারুর খেতাব জেতা যুথী এই পারফরম্যান্স ও পুরস্কারে বাড়তি প্রেরণা পাচ্ছেন ডিসেম্বরে হাঙ্গেরিতে অনুষ্ঠিতব্য বিশ্ব সাঁতারে আরো ভালো টাইমিং করার।’ জানান, এত ভালো করব এটা আশা করেনি। তবে লক্ষ্য ছিল আশানুরূপ কিছু করার। এখন ৫০ মিটারে বিশ্ব সাঁতারেও টাইমিং উন্নত করতে চাই।’ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সেরা সাঁতারুর খোঁজে কর্মসূচি থেকে সাঁতারে আসা। ৯ বছর ধরে সাঁতার চর্চা করলেও নৌবাহিনীতে চাকরি করছেন চার বছর ধরে। তথ্য দেন বাবার প্রেরণাতেই আমার এই পর্যায়ে আসা। এ ছাড়া ফুফাতো বোন নাহিদার হাত ধরেই সাঁতারে প্রবেশ। এবার রিলেসহ সাতটি স্বর্ণ পদক গলায় তোলা যুথীর। ক্যারিয়ারে মোট ১৭-১৮ স্বর্ণ আছে তার। এসএ গেমসে স্বর্ণ জিততে তিনি ভালো বিদেশী কোচ এবং দেশের বাইরে ট্রেনিং চান যুথী। উল্লেখ্য, ২০১৬ এসএ গেমসে দুই স্বর্ণ জয়ী মাহফুজা খাতুন শীলা এখন তার কোচ। একই সাথে নিজেদের টাইমিংয়ের সঠিক তথ্য জানতে ইলেকট্রনিক্স স্কোর বোর্ডেরও দাবি। যুথীর আশা, ফেডারেশন যেভাবে চেষ্টা করছে তাতে নিকট ভবিষ্যতে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড হবে পুলে।

শেষ দিনে আরেকটি রেকর্ড করেছেন নৌবাহিনীর কাজল মিয়া। তিনি পুরুষদের ৪০০ মিটার ফ্রি-স্ট্রাইলে ২০২১ সালে গড়া নিজের রেকর্ডই ভেঙেছেন এবার। তিন বছর আছে তার টাইমিং ছিল ৪.১৭.৩৫ মিনিট। কাল তিনি নতুন জাতীয় রেকর্ড করেছেন ৪.১৪.২৫ সেকেন্ড। এ ছাড়া ২০০ মিটার বাটার ফ্লাইয়েও রেকর্ড করেন কিশোরগঞ্জের নিকলির এই ছেলে। এখনো এসএ গেমসে খেলার সুযোগ না পাওয়া এই সাঁতারু জানান, আমার যে টাইমিং তা এসএ গেমসের স্বর্ণ জয়ের টাইমিংয়ের খুব কাছে। তাই আমাকে যদি বিদেশে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়া হয় তাহলে স্বর্ণ জিততে পারব এসএ গেমসে।’ চার বছর ধরে জাতীয় সাঁতারে খেলা কাজলের দখলে ২১টির মতো স্বর্ণ।
এবারের আসরে ১১টি স্বর্ণ জিতে সবাইকে ছাড়িয়ে গেছেন সোনিয়া আক্তার। রৌপ্য জিতেছেন একটিতে। তবে কোনো রেকর্ড করা হয়নি ঝিনাইদহের এই সাঁতারুর।
কাল দীর্ঘ সাঁতার জীবনের ইতি টানলেন সবুরা খাতুন। ১৯৯৫ সালে সাঁতারে আসা কুষ্টিয়ার আমলার এই মেয়ের। ২০০১ সালে ইরানে অনুষ্ঠিত ইসলামী সলিডারিটি মহিলা সাঁতারে ৪০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জয়ই তার স্মরণীয়। গতকাল তার অবসরের দিনে ফেডারেশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সম্মান দেয়া হয়। গত বছর সেনাবাহিনীর হয়ে দু’টি রিলে ইভেন্টে রৌপ্য জয়ই সবুরার শেষ পদক।
আসরে বাংলাদেশ নৌবাহিনী ৩২ স্বর্ণ, ২৬ রৌপ্য ও ১২ ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ সেনাবাহিনীর অর্জন ১০ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ।
সমাপনীতে সাঁতারুদের পুরস্কার প্রদান করেন নৌবাহিনীর সহকারী প্রধান (পার্সোনেল) রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

 


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল