উল্টো পথে হাঁটছে বাংলাদেশ
- জসিম উদ্দিন রানা
- ১৩ নভেম্বর ২০২৪, ০২:৩৮
তবে কি পেছনের দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট! ভারতে টেস্ট ও টি-২০ সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে দুই টেস্ট হেরেছে তাতে এমন প্রশ্ন আসা অমূলক নয়। রাওয়ালপিন্ডিতে কী ঐতিহাসিক জয়ই না পেয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। অথচ মাস দেড়েক যেতেই পাকিস্তান বধের গৌরব যেন ভুলতে বসেছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজায় ওয়ানডেতে বাংলাদেশের যে নতুন মাত্রা শুরু হয়েছিল, অন্যান্য দেশগুলোর যে সমীহের জায়গা তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে পারেননি শান্ত-মিরাজরা।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে হারের পর দেশের ক্রিকেটের উল্টো রথের যাত্রাটা আরেকবার সুস্পষ্ট হয়ে উঠেছিল। দ্বিতীয় ম্যাচে আশাজাগানিয়া আত্মবিশ্বাসে পানি ঢেলে তৃতীয় ম্যাচে আফগানিস্তান জিতে সিরিজ নিজেদের করে নেয়। র্যাংকিংয়ে সবে তো ৯ এ নেমেছে। ঠিকমতো হাল না ধরলে কোথায় গিয়ে ঠেকবে টাইগাররা তা বলার অপেক্ষা রাখে না। অথচ এই দলটির জন্য কিই না করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে যত খেলা আছে, যত ফেডারেশন আছে সবার চেয়ে অনেক গুণ বেশিই দিয়ে থাকে তারা খেলোয়াড়দের। অথচ সে তুলনায় কোন ফল দিতে পারছে না জাতীয় দলের ক্রিকেটাররা।
এক ম্যাচ জয়ের পর মাসকে মাস জয়হীন বৃত্তে বন্দী থাকা নতুন কিছু নয় শান্তদের। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নয় বাংলাদেশ। তারপরও সাফল্যের হারে বাংলাদেশ পেছনের সারির দল। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৭৬৮ ম্যাচ। এর মধ্যে জয় ২৪৯, হার ৪৮৮, ড্র ১৮ এবং ফল হয়নি ১৪ ম্যাচে। সাফল্যের হার ৩২.৩৭ এবং ব্যর্থতার হার ৬৩.৪৪ শতাংশ। টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের হারে বাংলাদেশের নিচে আছে শুধু জিম্বাবুয়ে। ক্রিকেটে একসময়ের বেশ পরাক্রমশালী জিম্বাবুইয়ানরা রাজনৈতিক অস্থিরতার কারণে দুঃসময়ের মধ্য দিয়ে না গেলে হয়তো তাদের একেবারে তলানিতে থাকতে হতো না।
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও আফগানিস্তানের সাফল্য বেশ নজরকাড়া। তিন সংস্করণের ক্রিকেটে ৫৪.৩১ শতাংশ সাফল্য নিয়ে তাদের অবস্থান দুইয়ে। আফগানদের উন্নতির গ্রাফও লক্ষণীয়। গত টি-২০ বিশ্বকাপে সেটির প্রতিফলন দেখা গেছে। এ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে তিন সংস্করণ মিলিয়ে ৩১ ম্যাচে আফগানিস্তানের জয়-পরাজয় সমান ১৫টি। বাংলাদেশ ৩৫ ম্যাচ খেলে জিতেছে ১৩ ম্যাচে, হার ২২টি। এ বছর সর্বোচ্চ সাফল্যে ১৫ নম্বরে বাংলাদেশ আর আফগানিস্তানের অবস্থান ১২তম। আফগানদের এই সাফল্যের কারণ, ম্যাচের হিসাবে এখনো তারা খেলেছে ৩১৯ ম্যাচ।
র্যাংকিংয়ে ৯ এ নামল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে রথ্যাংকিংয়ে খারাপ খবর পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল তারা। আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এলো বদল। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে আটে উঠে গেল আফগানরা।
এক সময় ওয়ানডে রথ্যাংকিংয়ে ছয় নম্বরেও উঠেছিলো বাংলাদেশ। লম্বা সময় ধরে ছিল সাত নম্বরে। গত কয়েক বছরে আটের নিচে নামতে হয়নি তাদের। ক্রমাগত খারাপ খেলার ফলে সেই জায়গাটা নড়ে গেল লাল সবুজদের। ওয়ানডে রথ্যাংকিংয়ে শীর্ষে ভারত। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা