প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ফরহাদের অবসর
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার সময় রাজশাহী ও রংপুর বিভাগের ক্রিকেটারদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছিলেন ফরহাদ হোসেন। দ্বিতীয় ইনিংসে আবদুল্লাহ আল মামুনের শর্ট লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটকিপার আকবর আলীর গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরার সময় রংপুরের ফিল্ডারররা এসে করমর্দন করেছেন। ঘরের মাঠ রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ফরহাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। এ ছাড়া মিজানুর রহমান, সাব্বির হোসেন, হাবিবুর রহমান, সানজামুল ইসলামসহ দলের সব ক্রিকেটারের অটোগ্রাফসংবলিত জার্সিও তুলে দেয়া হয়েছে ফরহাদের হাতে।
২০০৫ সালে বরিশাল বিভাগের বিপক্ষে নিজের ঘরের মাঠ রাজশাহীতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এই অলরাউন্ডারের। অবসরের আগ পর্যন্ত রাজশাহী বিভাগের হয়ে ১৬১ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ফরহাদ। যেখানে ১৮ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরি তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা