১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মাহমুদুল্লাহ রিয়াদের

৯৮ রানের ইনিংসের পথে স্ট্রেট ড্রাইভ খেলছেন মাহমুদুল্লাহ : ক্রিকইনফো -

০, ১, ২, ৩। এটা কোনো মোবাইল নম্বর নয়। ওয়ানডেতে আগের চার ইনিংসের স্কোর দলের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের। গত ১৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ বলে ০ রানে আউট হয়েছিলেন তিনি। ওই সিরিজের শেষ ম্যাচে ৪ বলে করেন ১ রান। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ৫ বলে করেছিলেন ২ রান। দ্বিতীয় ম্যাচে ৯ বলে ৩ রান করার পর গতকাল বেশ চাপে ছিলেন সিরিজনির্ধারণী শেষ ম্যাচে। তবে দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠে খেললেন ৯৮ রানের এক চমৎকার ইনিংস। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরিটা মিস করেছেন ২ রানের জন্য।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ৮.৩ ওভারে সৌম্য ২৩ বলে ২৪ করে আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে উঠেছিল ৫৩ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগার বাহিনী। ৩৯ বলে দলীয় স্কোরে ১৯ রান উঠাতেই সৌম্যসহ পড়েছে ৪ উইকেট। একে একে আউট হয়ে ফিরে যান সৌম্য, তানজিদ, জাকির ও হৃদয়। ৭২ রানে চার উইকেট পতনের পর পাল্টা প্রতিরোধ শুরু হয় মিরাজ-মাহমুদুল্লাহর ব্যাটে। ১৮৮ বলে তারা গড়েন ১৪৫ রানের জুটি। আমিনুল ইসলাম বুলবুল-আকরাম খানদের শারজায় বাংলাদেশের সর্বাধিক রানের জুটির রেকর্ডকে পেছনে ফেলে এগিয়ে যান। এই জুটিতে মাহমুদুল্লাহর অবদান ৮২ বলে ৮৪, মিরাজের অবদান ১০৪ বলে ৫৯ রান। নিজের শততম ওয়ানডে ও অধিনায়ক হিসেবে অভিষেকে মিরাজ স্বচ্ছন্দে ব্যাটিং করতে না পারায় অন্য প্রান্তে রানের গতি ঠিক রাখার চেষ্টা করেন মাহমুদুল্লাহ। ৪৬তম ওভারের শেষ বলে মিরাজ ৬৬ রানে আউট হলে বিচ্ছিন্ন হয় জুটি। তারপর লড়াইটা কেবলই মাহমুদুল্লাহর। সব জবাব দিলেন ব্যাটে। ৫০তম ওভারের শেষ বলে ৯৮ বলে ৯৮ করে রানে আউট হন। ওমরজাই শেষ ওভারের বোলিং শুরুর আগে ৯৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ। শেষ ওভারে তিনটি বল খেলেছেন, শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন। ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন।
৯৮ রান করে আউট হওয়ায় ওয়ানডে আরো একটি সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ রয়েই গেল মাহমুদুল্লাহর। এর আগে ৩৮ বছর বয়সী এই ব্যাটার চারটি ওয়ানডে সেঞ্চুরির সব ক’টিই এসেছে আইসিসি টুর্নামেন্টে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দু’টি আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে তৃতীয় সেঞ্চুরি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের মাঠে সেঞ্চুরিটি ছিল সর্বশেষ। আজ তিন অঙ্ক স্পর্শ করলে এটি হতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ‘প্রথম’ সেঞ্চুরি মাহমুদুল্লাহর।

 


আরো সংবাদ



premium cement
ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে

সকল