থাইল্যান্ডে ট্রেনিংয়ের ফল পাচ্ছেন রাফি
- ক্রীড়া প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
আরেকটি রেকর্ড গড়তে পারেন সামিউল ইসলাম রাফি। তাই তার ভালো প্রস্তুতির জন্য ১০০ মিটার ফ্রি স্টাইল শুরুর সময়টা কিছুক্ষণ পিছিয়ে দেয়া হয়। তবে ম্যাক্স জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে গতকাল শেষ ইভেন্টে আর রেকর্ড গড়া সম্ভব হয়নি বাংলাদেশ নৌবাহিনীর এই কৃতী সাঁতারুর। স্রেফই প্রথম হয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছেন তিনি। এর পরও দ্বিতীয় দিন শেষে মোট তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়তে পেরে খুশি তিনি।
পরশু ৫০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়েই স্বর্ণ জিতে এবারের আসর শুরু রাজবাড়ীর ছেলে রাফির। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই সাঁতারু এবার ৮ স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলেন। গতকাল পর্যন্ত পাঁচ স্বর্ণ জমা করেছেন ঝুঁলিতে। আগামী দুই দিনে তিনি বাকি লক্ষ্য পূরণ করতে চান। গতকাল সকালে রাফি কব্জায় নিয়েছেন ২০০ ব্যাক স্ট্রোকের রেকর্ড। নিজের গড়া রেকর্ডই তিনি ভেঙেছেন ২.১০.২৭ মিনিট সময় নিয়ে। এরপর বিকেলে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও নতুন রেকর্ডের মালিক। এবার সময় নেন ২.০৯.৯৯ মিনিট। এই ইভেন্টের পরই ১০০মিটার ফ্রি-স্টাইলে আর রেকর্ড গড়া হয়নি। সাঁতার শেষে জানান, ব্যক্তিগত মিডলেতে রেকর্ড গড়ার পর ১০০ মিটার ফ্রি-স্টাইলের সময় ক্লান্ত ছিলাম। রিকভারিই হয়নি। তাই আরেকটি রেকর্ড করতে পারলাম না।
এর পরও তিন রেকর্ড গড়ার পেছনে থাইল্যান্ডের ফুকেটে কার অনুশীলনকেই সামনে আনলেন তিনি। জানান, ‘সেখানে যাওয়ার পর আমার প্রিয় ব্যাক স্ট্রোকই নয় অন্য ইভেন্টেও ভালো টাইমিং করছি। যদিও প্যারিস অলিম্পিক থেকে দেশে ফেরার পর দেড় মাস দেশে ছিলাম। এর পরও অল্পসময় সেখানকার প্রশিক্ষণ খুবই উপকারে লাগছে। রেকর্ড হচ্ছে সে কারণেই।’ ২০১৬ সালে সাঁতার ফেডারেশনের উদ্যোগে সারা দেশে সেরা সাঁতারু খোঁজার প্রকল্প থেকেই উঠে আসা রাফির। জানান, অবশ্যই আমার লক্ষ্য এসএ গেমসে স্বর্ণ জয় করা। যাতে সবাই আমাকে চেনে। শীলা আপু ও রুবেল রানা স্যারের মতো স্বর্ণ জিততে চাই।’ ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিততে চাই এসএ গেমসে। এর মধ্যে ৫০ মিটারে আমার টাইমিংটা খুবই ভালো। স্বর্ণ জয়ী টাইমিংয়ের চেয়ে মাত্র এ সেকেন্ড কম আমার টাইমিং।’ জানান, আরো এক বছর থাইল্যান্ডে অনুশীলন করবো আশা করি তাকে টাইমিং আরো ভালো হবে।
২০২২ সালে জাতীয় সাঁতারে পাওয়া ৫০ মিটার ব্যাক স্ট্রোকে পাওয়া প্রথম স্বর্ণই রাফির স্মরণীয়।
এ দিকে নারীদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর রোমানা আক্তার ২.৫১.৩৫ মিনিট সময় নিয়ে ২০১৬ সালে নিজের করা রেকর্ড ভেঙেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা