অমিতের ডাবল সেঞ্চুরি
- ক্রীড়া প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় ক্রিকেট লিগে কক্সবাজার অ্যাকাডেমি মাঠে প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটকিপার ব্যাটসম্যান অমিত হাসান। গতকাল দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। অমিতের ডাবল সেঞ্চুরি ও আসাদুল্লাহ আল গালিবের প্রথমবারের মতো সেঞ্চুরিতে সিলেট ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে তিন রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা। ৪৯৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।
প্রথম শ্রেণীর ক্যারিয়ারে আগের সাত সেঞ্চুরিতে অমিতের সর্বোচ্চ ছিল ১৮৬ রান। সেটি টপকে তিনি পেলেন দ্বিশতকের স্বাদ। আবদুল হালিমের বাউন্সারে পুল করে ফাইন লেগ দিয়ে মারা বাউন্ডারিতে কাক্সিক্ষত মাইলফলকে পৌঁছান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। চলতি লিগে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি। কক্সবাজারে গত দুই দিনে দারুণ ব্যাটিং করেছেন অমিত। ৭৩৫ মিনিট ক্রিজে থেকে ৪৫৫ বল খেলে ২১৩ রানের ইনিংস খেলা সহজ কোনো ব্যাপার নয়। ইনিংসে ছিল ১৮ চার ও এক ছক্কা। অমিতের ২০০ হওয়ার আগে টিপু সুলতানের বলে বাউন্ডারি মেরে স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন গালিব। ২৪২ বলে সাত চার ও তিন ছক্কায় ১১৫ করে তিনি আউট হলে জুটি ভাঙে। অমিত ও গালিব ২৫১ রানের জুটি গড়েন। দুইজনের ইনিংসের ওপর দাঁড়িয়ে সিলেট সাত উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। খুলনার শেখ মাহেদী চারটি ও জিয়াউর তিনটি উইকেট নেন।
এ দিকে সিলেটের ইনিংস ঘোষণার পর শেষ বিকালে মাত্র দুই ওভার ব্যাটিং করতে পারে খুলনা বিভাগ। প্রায় ১৬ মাস পর স্বীকৃত ক্রিকেটে বোলিং করেন ইবাদত হোসেন। দুই ওভার ব্যাট করে বিনা উইকেটে তিন রান নিয়ে দিন শেষ করে তারা।
রানে ফিরলেন শাহাদাত
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের অধিনায়কত্ব পেয়ে প্রথম তিন রাউন্ডে পুরোপুরি ব্যর্থ হন শাহাদাত হোসেন। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেন। তার সাথে জুটি গড়ে ৫০ ছোঁয়া ইনিংস খেললেন ইয়াসির আলি চৌধুরী। দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ তিন উইকেটে ২০২ রান। আগের পাঁচ ম্যাচের তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া শাহাদাত ১৩৯ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। পাঁচ চারের সাথে চার ছক্কায় ১০৬ বলে ইয়াসির খেলছেন ৮১ রানে। এর আগে ৩১৮ রানে গুটিয়ে যায় বরিশাল। চট্টগ্রাম এখনো ১১৬ রানে পিছিয়ে।
১৮৯ রানের জবাবে ১৮৯
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে রংপুরের ১৮৯ রানের জবাবে রাজশাহীও থেমেছে ঠিক ১৮৯ রানে। পরে দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ৮৩ রান করে দিনের খেলা শেষ করেছে রংপুর।
৫০ রানে পিছিয়ে ঢাকা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর ৩০৪ রানের জবাবে দিন শেষে ঢাকার সংগ্রহ ছয় উইকেটে ২৫৪ রান। ৫০ রানে পিছিয়ে থেকে শুভাগত ৬০ ও নাজমুল ২১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে ঢাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা