অমিত-আরিফুলের শতক সাব্বিরের ৬ উইকেট
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ০২:১৬
জাতীয় ক্রিকেট লিগে শুরু হয়েছে চতুর্থ রাউন্ড। গতকাল প্রথম দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেটের অমিত হাসান, রংপুরের আরিফুল হক, একই ম্যাচে রাজশাহীর হয়ে ছয় উইকেট নিয়েছেন পেসার সাব্বির হোসেন। তবে ৯৯ রানে কাটা পড়েছেন সিলেটের পিনাক ঘোষ।
কক্সবাজারের অ্যাকাডেমি মাঠে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত হাসান। তবে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে পিনাক ঘোষকে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ দিনে এই দু’জনের ইনিংসে তিন উইকেটে ২৪৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট বিভাগ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকে অবশ্য খুলনা বিভাগের দাপটই অব্যাহত ছিল। পঞ্চম ওভারের মধ্যে খুলনার শেখ মাহেদী সিলেটের ওপেনিং জুটি ভাঙেন। ১২ বলে চার রান করা ওপেনার তৌফিক খান তুষারকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন তিনি। সাত রানে প্রথম উইকেট হারানো সিলেট দলীয় ২৬ রানে আঘাত পেলে মুবিন আহমেদ দিশানকেও হারায়। এরপর পিনাকের সাথে ১৬৮ রানের জুটি গড়েন অমিত। এই জুটিতে দলটি বড় স্কোরের পথে এগিয়ে যায়। এই জুটিও ভাঙেন মাহেদী। ৯৯ রানে থাকা পিনাক ঘোষ উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফেরার আগে ২১৮ বলে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান।
এরপর আবারো মাঠে নামেন দিশান। অমিতের সাথে তার জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মাহেদী। দিশানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন (২১)। ২১৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় সিলেট। এরপর আরো ১৩ ওভারের মতো দিনের খেলা হলেও আর উইকেট পড়েনি সিলেটের। এর মধ্যে সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম ব্যাটার অমিত। ২২৮ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০৯ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। তার সাথে দ্বিতীয় দিন শুরু করবেন আসাদুল্লাহ আল গালিব। ২৭ বলে আট রানে অপরাজিত আছেন তিনি। খুলনার হয়ে ৮২ রান খরচায় তিনটি উইকেটই নেন মাহেদী।
আরিফুলের সেঞ্চুরি সাব্বিরের ৬ উইকেট
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে গেছে রংপুর। প্রথম দিনশেষে এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৯ রান করেছে রাজশাহী। এ ম্যাচে রংপুরের হয়ে সেঞ্চুরি করেন আরিফুল হক। ১৬১ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম ইসলাম। রাজশাহীর হয়ে ১৫ ওভারে চার মেডেনসহ ৪৭ রান দিয়ে ছয় উইকেট পান সাব্বির হোসেন।
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ
সিলেটের অ্যাকাডেমি মাঠে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। টস হেরে শুরুতে ব্যাট করে এই ম্যাচে ছয় উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে মেট্রো। এ ম্যাচে দলটির পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন শামসুর রহমান শুভ। ২০৯ বল খেলে ৯ চার ও এক ছক্কায় এই রান করেন তিনি। ঢাকা বিভাগের হয়ে তিন উইকেট পেয়েছেন এনামুল হক।
তাসামুলের হাফ সেঞ্চুরি
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে বরিশাল। দলের হয়ে হাফ সেঞ্চুরি তুলেছেন তাসামুল হক। ১৩৬ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ৭৭ বলে ৪৩ রানে অপরাজিত আছেন মঈন খান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা