১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাহমুদুল্লাহ শেষ চার ইনিংসে রান ৬

-

শান্ত ডাউন দ্য উইকেটে সীমানায় ক্যাচ দেয়ার সময় ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ওপরে তখন প্রত্যাশার চাপ। ২৩৪তম ওয়ানডে খেলতে নামা মাহমুদুল্লাহ অভিজ্ঞতার দায় শোধ করবেন এমনটাই চাওয়া ছিল। কিন্তু দুই বল যেতে না যেতেই সব ওলটপালট। শান্তর মতোই শট খেললেন। বাঁহাতি স্পিনার খারোটের বল এগিয়ে এসে উড়াতে চাইলেন। টাইমিংয়ে গড়বড়। বল হাওয়ায় ভেসে সোজা চলে গেল ফিল্ডার আজমতউল্লাহর হাতে। আগের তিন ওয়ানডে ইনিংসে ০, ১ ও ২ রানের পর এবার আউট হলেন ৩ রানে।
ক্যারিয়ারের শেষ দিকে এসে কেমন যেন অধারাবাহিক। দলে সাকিব নেই। মুশফিক প্রথম ম্যাচের পর ছিটকে গেছেন। দলে অভিজ্ঞ বলতে একমাত্র তিনি। অথচ ঊনচল্লিশ ছোঁয়ার অপেক্ষায় থাকা এ ক্রিকেটার ৯ বলে ৩ রান করে যেভাবে আউট হলেন তাতে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। খেলা শুরুর আগে মাহমুদুল্লাহর হাত থেকে ওয়ানডে অভিষেক ক্যাপ পেয়েছেন জাকের আলী অনিক। তার ব্যাটেই মান রক্ষা হয় বাংলাদেশের। ২৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে নিজের অভিষেক রাঙিয়েছেন জাকের। তাতে বাংলাদেশের রান হয়েছে ৭ উইকেটে ২৫২। ব্যবহৃত ধীর গতির উইকেটে এই রান যথেষ্ট না হলেও লড়াইয়ের জন্য উপযুক্ত।

 


আরো সংবাদ



premium cement