ইংল্যান্ড দলে গ্রিলিশ ক্ষুব্ধ গার্দিওলা
- ক্রীড়া ডেস্ক
- ১০ নভেম্বর ২০২৪, ০২:১৬
লা মাসিয়ার কল্যাণে ফুটবল পেয়েছে দারুণ প্রতিভা সম্পন্ন এক মিডফিল্ডার আর সাথে স্পেনও পেয়ে গেল তাদের মাঝমাঠের আরেক ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় অসাধারণ পারফরম্যান্স করা মার্ক কাসাদো প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পেন জাতীয় দলে। গত পরশু এই বার্সা তারকা ও আরো দুই নতুন মুখ নিয়ে নেশনস লিগের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। দলে প্রথম জায়গা পাওয়া অন্য দু’জন হলেন- পোর্তোর ফরোয়ার্ড সামু ওমোরোদিওন ও অ্যাথলেটিকো বিলবাওয়ের ডিফেন্ডার আইতর পারেদেস। আগামী ১৫ ও ১৮ নভেম্বর যথাক্রমে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সবশেষ ইউরো জয়ী দল।
এ দিকে টুর্নামেন্টে ইংল্যান্ডের ঘোষিত দলে ম্যানচেস্টের সিটির ফুটবলার জ্যাক গ্রিলিশকে রাখায় চটেছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দু’টির জন্য ২৯ বছর বয়সী ম্যান সিটি তারকাকে রেখে দল দেন ইংল্যান্ডের কোচ লি কার্সলি। ইংলিশদের হয়ে অভিষেকের অপেক্ষার আছেন নতুন তিন মুখ। নিউক্যাসেলের লেফট-ব্যাক লুইস হল এবং সাউথাম্পটনের ডিফেন্ডার টেইলর হারউড বেলিসের সাথে লিভারপুলের কার্টিস জোন্স প্রথমবার ইংল্যান্ডের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন।
চোটের কারণে বেশকিছু দিন মাঠের বাইরে থাকার পর কেবলই অনুশীলনে ফিরেছেন গ্রিলিশ। বর্তমানে চোট জর্জরিত ম্যান সিটি পুরো ফিট গ্রিলিশের ফেরার অপেক্ষায় আছে। গার্দিওলার মতে এখনো মাঠে নামার মতো পরিস্থিতে নেই সে, ফলে জাতীয় দলে তাকে রাখায় ক্ষোভ ঝেড়েছেন ৫৩ বছর বয়সী এই কোচ। ম্যান সিটি কোচ বলেন, ‘তারা যাকে ইচ্ছা দলে নিতে পারে। তবে জ্যাক দুই বা তিনবার চোটে পড়েছে এবং এখনো সে তার ছন্দ খুঁজে পায়নি।’
গত অক্টোবরে নেশনস লিগের ম্যাচে না থাকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে এবার দলে রাখেননি কোচ দিদিয়ের দেশম। ইতালি ও ইসরাইলের বিপক্ষে দুই ম্যাচের জন্য রিয়েল মাদ্রিদ তারকাকে বাদ দিয়ে দল ঘোষণা করে ফ্রান্স। অন্য দিকে বেলজিয়াম দলে ফিরেছেন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা