০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে না তো!

আফগানিস্তানের বিপক্ষে পরশু ব্যাটিংয়ের সময়ে সৌম্য ও শান্ত : ক্রিকইনফো -

দুঃসময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জয়ের মুখ তো দেখছেই না, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকুও করতে পারছে না। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট অন্ধকারাচ্ছন্ন দেখছেন ক্রিকেটবোদ্ধারা। শঙ্কা কালো মেঘ তৈরি হয়েছে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিবে না তো ভক্তরা। একটা সময় কেনিয়ার মতো হয়ে যাবে না তো টাইগার ক্রিকেট।
ক্রিকেটারদের এই নিবেদন নিয়ে প্রশ্ন উঠছে সঙ্গে দায়িত্ববোধ নিয়েও। ক্রিকেটারদের অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে। পরবর্তী ম্যাচের অজুহাত আর কত দিন। শেষ দুই বছরে তিন ফরম্যাটেই তেমন একটা ভালো খেলতে পারছে না দল। মাঝে পাকিস্তানকে তাদের মাটিতে গিয়ে হোয়াইটওয়াশ করতে পারলে তো অন্যদের সঙ্গেও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল শান্ত বাহিনীর।
ছেলেদের ক্রিকেটের মতো ব্যাটিং ব্যর্থতা চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেও। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। গত মাসে নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
বিশেষ করে সমস্যার সমাধানে ক্রিকেটে সবাইকে সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট, মেয়েদের ক্রিকেট সব জায়গায় তেমন কোনো কাজ করছেন না সংশ্লিষ্টরা। অনিয়মিত হয়ে পড়েছে স্কুল ক্রিকেট। পাইপলাইন সমৃদ্ধের কথা বলা হলেও এখন পর্যন্ত সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প িৈতর হয়নি। তাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটে অনেক স্মরণীয় জয় এসেছে।
পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা আট ম্যাচ হেরেছে বাংলাদেশ। ভারতে হারের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হার ভীষণভাবে নাড়া দেয় ক্রিকেটপ্রেমীদের মনে। তথা কর্মকর্তাদেরও। যার সবশেষটা হয়েছে পরশু শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের হার। যেখানে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অনেক দিন থেকেই লাগাতার ব্যর্থ বাংলাদেশকে নিয়ে সমালোচনা চলছেই। সামাজিক মাধ্যমেও ব্যঙ্গ-বিদ্রƒপ হচ্ছে নিয়মিত।
বাংলাদেশের এমন অবস্থায় সাবেক জাতীয় দলের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল হতাশ, ‘ক্রিকেট খেলাটা জনপ্রিয় বাংলাদেশে। আমাদের ১৮ কোটি লোক আছেন। ক্রিকেটকে সবাই যেহেতু ভালোবাসে, এই ভালোবাসাটা বেশিদিন থাকবে না যদি আমরা ফ্যানবেজ ধরে রাখতে না পারি। ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা। তবে আপনি সেটা কত দিন জনপ্রিয়তার কাতারে ধরে রাখতে পারবেন। তা বলা মুশকিল। এমন যদি চলতে থাকে, ১০ বছর পর অন্য কোনো খেলা এই জায়গা দখল করবে।’
দলের এমন পারফরম্যান্সে সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক ক্ষোভ ঝাড়লেন, ‘আমরা সবসময়ই অজুহাত খুঁজে বের করি আর বলি পরবর্তী ম্যাচ। এই পরবর্তী ম্যাচ বলতে বলতে, আমরা সিরিজ হেরে যাই। আমরা যদি অজুহাত দিতেই থাকি তাহলে বাংলাদেশ ক্রিকেট কি উন্নতি করছে? আমার মনে হয় না করেছে। ২৩৫ রানে আটকানোর পরেও ৯২ রানে হার। কোথায় ক্রিকেট যাচ্ছে এটা বলা মুশকিল হয়ে গিয়েছে। বোলাররা এত দারুণ বল করেছে, কিন্তু ব্যাটাররা...।’
সাবেক অধিনায়ক আশরাফুল অবশ্য পুরো ব্যাপারটিকে একটু ভিন্ন চোখে দেখছেন। তার মতে, কেউ তো ইচ্ছা করে খারাপ খেলে না, ‘এটি তো আসলে কেউই আশা করেনি, ব্যাটাররাও আশা করে না, দলও আশা করেনি। কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে এমনটি হতেই পারে আফগানিস্তানের যে কোয়ালিটি স্পিনার ছিল।’
১৯৯৭ সালে ওয়ানডে ক্রিকেটির স্ট্যাটাস পাওয়া কেনিয়াকে একসময় বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ভাবা হতো। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচ খেলে কেনিয়া ও বাংলাদেশ। সেখানে কেনিয়া জয় পায় ছয়টি ম্যাচে। বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডেতে নিয়মিত দেশ কেনিয়াকে ছাড়িয়ে ওপরে উঠে এসেছে নামিবিয়া, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি, হল্যান্ড ও নেপালের মতো দল। একসময় কেনিয়ার চেয়ে ক্রিকেটীয় সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখন টেস্ট খেলুড়ে দেশ। ২০০৩ সালে সেবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় যৌথ আয়োজনে ওয়ানডে ক্রিকেটের ৮ম তম আসর হয়েছিল। চমক লাগিয়ে প্রথম ও শেষবারের মতো আইসিসির কোনো সহযোগী দেশ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। ক্রিকেট পরাশক্তির দেশ না হয়েও সেইবার বিশ্ব ক্রিকেটের মাথাব্যাথার কারণ হয়েছিল। তবে সেই বিশ্বকাপের পর থেকেই অধঃপতন শুরু হয় তাদের। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটের আন্তর্জাতিক মর্যাদা হারিয়েছে কেনিয়া। পাঁচবার বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করা আফ্রিকার এই পরাশক্তির বাছাই পর্বে অংশগ্রহণ করার যোগ্যতা হারিয়ে ২০১৮ সালে।
বাংলাদেশের এমন অবস্থা চলতে থাকলে, পুনঃগঠিত না হলে, দলীয় সমঝোতা না থাকলে, ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখতে না পারলে, বিসিবির সুদৃষ্টি না থাকলে একটা সময় হয়তো কেনিয়ার মতো হওয়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল