ছুটছে ফ্লিকের দুরন্ত বার্সা
- ক্রীড়া ডেস্ক
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দেয়াকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের এই দলের সামনে দাঁড়াতেই পারছে না কোনো দল। গত পরশু চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটি রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে আরো একটি দাপুটে জয়ের ‘শো’ দেখাল। সার্বিয়ান এই ক্লাবটিকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইউরোপ প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিলো বার্সেলোনা।
আগের ম্যাচে বার্সার বিপক্ষে এক হালি গোল খাওয়া বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে জয়ে ফিরেছে বেনফিকাকে হারিয়ে। জামাল মুসিয়ালার একমাত্র গোলে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে ১-০তে জিতেছে বাভারিয়ানরা। একই ব্যবধানে ইন্টার মিলানের বিপক্ষে হেরে প্রিমিয়ার লিগে ছন্দহীন আর্সেনাল ব্যর্থতার চক্রতেই বন্দী হয়ে থাকল। পেনাল্টি থেকে করা গোলে ম্যাচের ব্যবধান গড়ে দেন ইতালিয়ান ক্লাবটির মিডফিল্ডার হাকান কালহানোগলু। শেষ মুহূর্তের গোলে পিএসজি থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়ার গোলে জয়ের আনন্দে ভাসে স্প্যানিশ ক্লাবটি। আরেক ইতালিয়ান ক্লাব আটালান্টা ২-০ গোলে জিতেছে জার্মানির ক্লাব স্টুটগার্ডের বিপক্ষে।
জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের ‘সেঞ্চুরি’ করা থেকে আর এক গোল দূরে আছেন ৩৬ বছর বয়সী লেভানোদোভস্কি। তার দ্বিতীয় গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবারের চ্যাম্পিয়নদের ৭০০তম গোল। একটি করে গোল করেন রাফিনহা, ফার্মিন লোপেজ ও ইনিও মার্টিনেজ। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ফরাসি জুলস কুন্দে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা