জিয়া ক্রিকেটের উদ্বোধনীতে তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। জাতীয় লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও প্রতিযোগিতায় অংশ নেবেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শহীদ জিয়ার নামে এত বড় আয়োজন অথচ গতকাল স্বল্প সময়ে নোটিশে সংবাদ সম্মেলন করেছেন আয়োজকরা।
২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেনুতে। বগুড়া ছাড়াও রয়েছে ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকা (সিটি ক্লাব গ্রাউন্ড)। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেনুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে। মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সাথে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরো দু’টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যসচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সাথেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা