হ্যান্ড টাইমিংয়েই জাতীয় সাঁতার
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
আগামীকাল থেকে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ওয়াটার পলো ও ডাইভিং প্রতিযোগিতা। আসরে ৫২টি দলের সাড়ে পাঁচশত সাঁতারু অংশ নেবেন। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া। তবে এবারো ইলেকট্রনিক্স টাইমিংয়ের বদলে হ্যান্ড টাইমিংয়ে নিজেদের পারফরম্যান্স দেখতে হবে সাঁতারুদের। কারণ এখন পর্যন্ত প্রস্তুত হয়নি ইলেকট্রনিক্স স্কোর বোর্ড। যদিও ফেডারেশন থেকে বারবার জাতীয় ক্রীড়া পরিষদকে তাগাদা দেয়া হচ্ছে এ ইলেকট্রনিক্স স্কোর বোর্ড মেরামত করে তা বুঝিয়ে দেয়ার জন্য।
৩৮টি ইভেন্টে স্বর্ণ জয়ের জন্য লড়বেন সাঁতারুরা। নারীদের ১৯টি এবং পুরুষদের ১৯টি ইভেন্ট। এ ছাড়া ডাইভিংয়ে তিনটি ও ওয়াটারপোলোতেও অংশ নেবেন খেলোয়াড়রা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা