তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে সিলেট
- ক্রীড়া প্রতিবেদক
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মূল ব্যাটসম্যানদের উইকেট বাঁচাতে আগের দিন মাঠে নেমেছিলেন রেজাউর রহমান রাজা। পরদিন সকালেই হয়ে গেলেন স্বীকৃত ব্যাটসম্যান। মূল পরিচয় বোলার হলেও ব্যাট হাতে সিলেটকে এনে দিলেন দারুণ এক জয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। ১৯০ রানের লক্ষ্য ছুঁতে তারা খেলেছে ৬৫ ওভার। শেষ দিনে ১৩৯ রান দুই সেশনের কম সময়েই করে ফেলেছে সিলেট।
তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠে গেছে সিলেট। দলকে এক নম্বরে তোলার ম্যাচে ব্যাট হাতে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেছেন রাজা। স্বীকৃত ক্রিকেটে এটিই তার প্রথম ফিফটি। এছাড়া বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন ২৫ বছর বয়সী পেসার।
এনামুল-মাহেদীতেই খুলনার জয়
জাতীয় লিগে ঢাকা মেট্রোপলিশের বিপক্ষে ব্যাটার এনামুল হক বিজয় ও অলরাউন্ডার মাহেদী হাসানের ওপর ভর করে ৯ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা ডিভিশন। চার দিনের এই ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা মাহেদী।
সিলেটে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিজয় (১২৫) ও অমিত মজুমদারের সেঞ্চুরিতে (১৪৫) ৩৭৬ রান তোলে খুলনা। জবাবে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। খুলনা ১৬৬ রানের লিড পাওয়ায় ঢাকাকে ফলোঅন করায়। দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুবের ১৫২ রানে ভর করে ৩৭২ রান করে ঢাকা মেট্রো। আমিনুল ইসলাম ৭৩ রান করেন। খুলনা জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য পায়। বিজয় ৭১ রান করে আউট হন। তবে অমিত ৪৬ ও ইমরুল কায়েস ৮৩ রান করে দলের জয় তুলে নেন। শেখ মাহেদী প্রথম ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন।
সানজামুলের স্পিনে কুপোকাত বরিশাল
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পরও ম্যাচে ফল বের করে নিলো রাজশাহী। সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে তারা ৬ উইকেটে হারাল বরিশালকে। তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রাজশাহী।
ম্যাচের তিন দিন মিলিয়ে শেষ হয়েছিল দুই দলের প্রথম ইনিংস। শেষ দিন বরিশালকে ১৩৭ রানে গুটিয়ে দেয় রাজশাহী। পরে ৬৮ রানের লক্ষ্য ১৫ ওভারে ছুঁয়ে ফেলে তারা। বাঁহাতি স্পিনে ৪০ রানে ৬ উইকেট নেন সানজামুল। দুই ইনিংস ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা সানজামুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা