ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বায়ার্ন
- ক্রীড়া ডেস্ক
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা এখন ইউরোপের ত্রাস ছড়ানো ক্লাবে পরিণত হয়েছে। দারুণ ছন্দে থাকা কাতালান ক্লাবের সামনে পাত্তা পাচ্ছে না কোনো দলই। চ্যাম্পিয়নস লিগে আজ এই আসরে এখনো জয় না পাওয়া সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে আজ সামলাতে হবে উড়তে থাকা বার্সাকে। ফ্লিকের ক্লাবের বিপক্ষে হালি গোল খাওয়া বায়ার্ন নিজেদের মাঠে বেনফিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে। আরেক ম্যাচে আর্সেনালকে আতিথেয়তা দিবে ইন্টার মিলান। জয়ের খোঁজে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে পিএসজির বিপক্ষে। আসরে অপরাজিত দল অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ বেলজিয়াম ক্লাব ব্রুগ।
শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকা বার্সেলোনা কখনো রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়নি। ইউরোপ সেরার টুর্নামেন্টে সার্বিয়ান ক্লাবটির জয়ের রেকর্ড শেষ থেকে চূড়ায়। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলা ক্লাবটি ১৭ ম্যাচেই হেরেছে, যা এই প্রতিযোগিতায় কমপক্ষে ২০ ম্যাচ খেলা কোনো দলের জয়ের শতাংশে সর্বনিম্ন। এমন দলের জালে লেভানোদভস্কিরা কত গোল পাঠায় সেটাই হবে দেখার বিষয়।
কাতালান দলটির বিপক্ষে ৪-১ গোলের তিক্ত হার ভুলে আলিয়াঞ্জ এরেনায় জয় ছাড়া বিকল্প দেখছে না বায়ার্ন। এবারের আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল দেওয়া জার্মান জায়ান্টরা পরের দুই ম্যাচে হোঁচট খেয়ে পয়েন্ট টেবিলে ২৩তম স্থানে আছে। তবে বায়ার্নের জন্য সুখবর তাদের চতুর্থ প্রতিপক্ষের নাম বেনফিকা। পর্তুগিজ এই ক্লাবটির বিপক্ষে ১২ ম্যাচ খেলে কখনোই হারেনি বাভারিয়ানরা। চ্যাম্পিয়নস লিগে কোনো দলের বিপক্ষে টানা অপরাজিত থাকার রেকর্ডও এটি। যদিও চলতি মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচে হারের মুখ দেখা বেনফিকা ছেড়ে কথা বলবে না।
আরেক ম্যাচে মিকেল আর্তেতার ছন্দহীন আর্সেনালকে লড়তে হবে নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগে এখনো কোনো গোল হজম না করা ইন্টার মিলানের বিপক্ষে। সবশেষ ৮ ম্যাচে অপরাজিত ইতালিয়ান ক্লাবকে তাদের ডেরায় হারাতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে গানারদের।
আগের দুই ম্যাচে জয়হীন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কখনো দেখা না হলেও দুই দলের কোচ লা লিগায় মুখোমুখি হয়েছেন অনেকবার। তিন ম্যাচে ১ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলে দিয়াগো সিমিওনের ক্লাব পয়েন্ট তালিকায় ২৭তম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা