আবারো চোটে নেইমার
- ক্রীড়া ডেস্ক
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
চোট নামক অভিশাপ থেকে বুঝি আর মুক্তি মিলছে না নেইমারের। দীর্ঘ এক বছর পর মাঠে ফিরতে না ফিরতেই আবারো চোটের কবলে পড়তে হলো ব্রাজিলিয়ান তারকাকে। গত পরশু এফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব ইস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে নেমে পরে পায়ের চোটে মাঠ ছাড়তে হয় আল হিলাল তারকাকে।
চোট থেকে সেরে আল হিলালের জার্সিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন নেইমার। ৫৮ মিনিটে বদলি হয়ে মাঠে নামার আগে তার ক্লাব এগিয়ে ছিল ২-০ গোলে। প্রথামার্ধে জোড়া গোল করা আলেক্সান্দার মিত্রোভিচ পরে ৭৪ মিনিটে করেন হ্যাটট্রিক। ৩০ মিনিটেরও কম সময় মাঠে ছিলেন নেইমার। ম্যাচের ৮৪ মিনিটে ডান পায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে আর মাঠে নামতে পারেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে ধারণা করা যাচ্ছে গুরুতর কোনো চোট নয় এটি।
বড় কোনো চোট না হওয়ার আশা ব্যক্ত করেন নেইমার নিজেই। ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেন, আশা করি গুরুতর কিছু নয়...এক বছর খেলা থেকে দূরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকরা এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সর্তক করেছিলেন। তাই সাবধানে থেকে আরো বেশি সময় খেলতে হবে আমাকে।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের লিগামেন্টের চোটে পড়েন নেইমার। এক বছরের পুনর্বাসন শেষে গত ২১ অক্টোবর প্রথম মাঠে ফেরেন সাম্বা তারকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা