ব্যাটারদের নিয়ে বিশেষ সভা
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ নভেম্বর ২০২৪, ০৩:০৭
ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তার কালো মেঘ কিছুতেই সরছে না। সর্বশেষ দুই মাসে বড় দু’টি টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে ভারতের মাটিতে ভরাডুবির পর দেশের মাটিতেও বাজে পারফরম্যান্সের চিত্রটা বদলায়নি। গত আগস্ট মাসে পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দলটি। এরপর ভারতে সিরিজে খেই হারায় টাইগাররা। শুরুতে গোয়ালিয়র টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারে। পরে কানপুর টেস্টেও সাত উইকেটের হার। এবার ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের কারণে ধরাশায়ী। যে কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স।
সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবস্থান করছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘আগামীকাল (আজ) সকালে স্কিল মিটিং হবে। সেখানে প্রধান কোচ ফিল সিমন্স বিশেষভাবে খেলোয়াড়দের সাথে এসব নিয়ে আলোচনা করবেন, তারপর যার যার ভূমিকা নিয়ে কথা বলবেন।’
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের থেকে প্রত্যাশা নিয়ে হেম্প বলেন, ‘প্রত্যেকের প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকে। তবে পরিস্থিতি এবং খেলার অবস্থা দেখে মূল্যায়ন করা যায়। নির্দিষ্ট সময়ে দলের প্রয়োজনের উপর ভিত্তি করে মানিয়ে নেয়ার বিষয়টি থাকে।’
ভিসা জটিলতায় নাসুম-রানা
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দুই ধাপে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। ১৫ সদস্যের মধ্যে ইতোমধ্যে ১৩ জন ক্রিকেটার যোগ দিয়েছেন, অন্য দুইজন পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ ভিসা জটিলতায় দলের সাথে যোগ দিতে পারেননি। অবশ্য রানা জানিয়েছেন এটি সাময়িক এবং আজই (গতকাল) ভিসা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। এরপরই উড়াল দেবেন আমিরাতের পথে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনুতে। আফগানদের চাওয়াতেই আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো। সব ক্রিকেটার ও কোচিং স্টাফরাও আরব আমিরাতে পৌঁছেছেন। আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ১১ নভেম্বর।
ক্যারিবীয় সফরেই কোচ সালাউদ্দিন
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। ভক্ত-সমর্থকদের অনেকেই জাতীয় দলের কোচিং প্যানেলের সাথে দেখতে মুখিয়ে আছেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই মুখকে। সব ঠিকঠাক থাকলে আসন্ন ক্যারিবীয় সফরেই বাংলাদেশ দলের কোচিং বহরে যুক্ত হতে পারেন তিনি। যে কারণে ইতোমধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সম্ভবত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে থাকবেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা