০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

মার্শাল আইয়ুবের আরেকটি সেঞ্চুরি

-

সেঞ্চুরি দিয়ে জাতীয় ক্রিকেট লিগ শুরু করেছিলেন মার্শাল আইয়ুব। তৃতীয় রাউন্ডে ফের পেলেন সেঞ্চুরির স্বাদ। দলের প্রয়োজনের সময়ই সেঞ্চুরি তুলেছেন ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের ৩৭৬ রানের জবাবে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে চারে নামা মার্শাল একপ্রান্ত আগলে দারুণ ব্যাটিং করে লড়াই করেন। গতকাল ১৩০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬তম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১৫ চার ও এক ছক্কায়। ্এতে ঢাকা মেট্রো চার উইকেটে ২৯৭ রান তুলে দিন শেষ করেছে ১৩১ রানের লিড নিয়ে।
সেঞ্চুরির অপেক্ষায় অঙ্কন
কক্সবাজারের অ্যাকাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হওয়া ঢাকা বিভাগের মাহিদুল ইসলাম অঙ্কন ৯৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। ৩৮ রানে অপরাজিত আছেন তাইবুর। ইনিংসের শুরুতে আশিকুর ৫২ ও জয়রাজ শেখ ৭৪ রান করেন। চট্টগ্রামের করা ৩৭১ রানের জবাবে ঢাকা বিভাগ চার উইকেটে ২৮১ রান তুলেছে। ৯০ রানে পিছিয়ে।

সিলেটের দরকার ১৩৯ রংপুরের ৮ উইকেট
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ১৩৯ রান। রংপুরের চাই ৮ উইকেট। ১৯০ রানের লক্ষ্য তাড়ায় দুই উইকেটে ৫১ রান তুলে দিন শেষ করেছে সিলেট বিভাগ। এর আগে রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায়।
ড্রয়ের পথে বরিশাল-রাজশাহী
কক্সবাজারের মূল মাঠে নিষ্প্রাণ ড্রয়ের পথে এগোচ্ছে বরিশাল ও রাজশাহী বিভাগের ম্যাচ। বরিশালের ২০৫ রানের জবাবে রাজশাহী প্রথম ইনিংসে ৭০ রানের লিড পায়। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন প্রীতম কুমার। শেষ দিকে নিহাদুজ্জামান ৩৩ ও ওয়াসি সিদ্দিকী ৩৪ রান করলে লিড নিতে পারে রাজশাহী। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বরিশাল বিনা উইকেটে ১০ রানে দিন শেষ করেছে।

 


আরো সংবাদ



premium cement