বিপিএলে চেনা যাবে নতুন বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ নভেম্বর ২০২৪, ০৩:০৬
তিন দিন পিছিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ৩০ ডিসেম্বর। দেশের রাজনৈতিক পালাবদলের পর প্রথম বিপিএল। তাই তো এটিকে রঙিন করে রাখতে চেষ্টার কোনো কমতি থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত থাকছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এবারের বিপিএল উৎসবমুখর করতে চায় বিসিবি। পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরো অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম। জানান, যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে যুক্ত থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবীজুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন- এটি আমাদের জন্য দারুণ একটা সুখবর।’
তিনি যোগ করেন, ‘বিপিএল প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। তাছাড়া আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটিও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’ ফাহিম বলেন, ‘হলিউড থেকে কোনো অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার আসতে পারে। ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরের খেলার বৈশ্বিক তারকা থাকতে পারে। মাশরাফি-সাকিব থাকলে অবশ্যই ভালো হতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা