হোয়াটওয়াশ হয়ে ভারতের ইতিহাস
- ক্রীড়া ডেস্ক
- ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫২
ভারতের মাটিতে একটি টেস্ট ম্যাচ জয় যেকোনো দলের জন্য পরম আরাধ্য এক বিষয়। সেখানে নিউজিল্যান্ড দল গোটা সিরিজ তো জিতলোই রোহিত শর্মাদের ধবলধোলাই করার মতো অসাধ্য সাধন করেছে। নিজেদের ঘরের মাঠে তিন বা তার বেশি টেস্ট ম্যাচ সিরিজে কোনো দলের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার অনাক্সিক্ষত ইতিহাসের সাক্ষী হতে হয়েছে গৌতম গম্ভীরের দলকে। আড়াই দিনের টেস্টে ২৫ রানের স্মরণীয় জয়ের পর এই সিরিজ কিউদের জন্য অনেক দিন সুখস্মৃতি হয়ে থাকবে। অন্যদিকে এমন ধবলধোলাই হজম করা ভারতের জন্য যে বহু কষ্টসাধ্য হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
মুম্বাইয়ের স্পিন স্বর্গে ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত। ৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন ৩ রানের বেশি যোগ করতে পারেনি। লক্ষ্য তাড়ায় রোহিতদের কাছে এই রানই পাহাড়সম করে তোলে কিউই বোলাররা। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসেও ছড়ি ঘুরিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটারদের নাকাল করে ছাড়ে। ২৯ রানে ৫ উইকেট হারানোর পর রিশাদ পন্তের পাল্টা আক্রমণে হোয়াইটহোয়াশ ঠেকানোর আশা জাগায় স্বাগতিকরা। তবে ৫৭ বলে ৬৪ রান করে একাই লড়ে যাওয়া এই ব্যাটার প্যাটলের শিকার হওয়ার পর ভেঙে পড়ে ভারতের প্রতিরোধ।
সিরিজে নিজেদের ব্যর্থতা অকপটে স্বীকার করেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, সিরিজে হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনো সহজ নয়। এটি এমন কিছু, যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। নিউজিল্যান্ড আমাদের চেয়ে সিরিজজুড়ে অনেক ভালো খেলেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা