লিভিংস্টোনের সেঞ্চুরি সমতায় ইংল্যান্ড
- ক্রীড়া ডেস্ক
- ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫১
প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহে সেঞ্চুরি করে পাদপ্রদীপের আলোয় আসেন শাই হোপ, পরে রান তাড়ায় পাল্টা সেঞ্চুরিতে সব আলো নিজের দিকে টেনে নেন লিয়াম লিভিংস্টোন। এই ইংলিশ ব্যাটারের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে ক্যারিবীয়দের ৩২৮ রানে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।
গত পরশু অ্যান্টিগার নর্থ সাউন্ডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই দুই ওপেনার ব্রান্ডন কিং (৭) ও এভিন লুইসের (৪) উইকেট নিয়ে স্বাগতিকদের চেপে ধরে ইংলিশরা। পরে তৃতীয় উইকেটে ক্যাসি কার্টি ও শাই হোপের ১৪৩ রানের জুটিতে এগিয়ে যায় ক্যারিবীয়রা। ৭৭ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন কার্টি। ১১৭ রানের দুর্দান্ত ইনিংসে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির দেখা পান হোপ। এ ছাড়া শারফেন রুদারফোর্ডের ৩৬ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংসে ৬ উইকেটে ৩২৮ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে তিন ব্যাটারের ফিফটির সাথে লিভিংস্টোনের ৮৫ বলে ১২৪ রানের অনবদ্য ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা