০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

আফগানদের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশায় তাসকিন

প্রথম ধাপে আমিরাত গেলেন ৮ ক্রিকেটার
-


হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেন বাংলাদেশ দলের ১৩ সদস্য। যে তালিকায় আছেন ৮ ক্রিকেটার তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলের সাথে ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসসহ ছিলেন কোচিং স্টাফের আরো তিন সদস্য।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টে ব্যস্ত থাকায় দলের বাকি ৮ ক্রিকেটার এক দিন পরে ধরবেন সংযুক্ত আরব আমিরাতের বিমান। তাদের সাথে থাকবেন প্রধান কোচ ফিল সিমন্স। আর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ রওনা দেবেন এক দিন পরে।
টি-২০ বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে প্রস্তুত পেসার তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার মনোভাব প্রকাশ করার পর কয়েকজনের নাম এসেছে আলোচনায়, তাদের মধ্যে তাসকিনও আছেন। বিশেষ করে টি-২০ সংস্করণে। গতকাল দুবাইয়ের বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন। নেতৃত্ব নিয়ে প্রশ্নের সাথে সাথে পাল্টা প্রশ্নে তাসকিনের উত্তর, বোর্ড যদি দেয় তাহলে কেন নয়? ডান হাতি এই পেসার বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদও তার নাম উচ্চারণ করেছেন সম্ভাব্য হিসেবে। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন ফারুক সংবাদ মাধ্যমে বলেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরো অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’

সম্প্রতি মাঠের বাইরের মতো বাংলাদেশ দলের মাঠের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। তাসকিনের আশা এই সিরিজ দিয়ে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবে দল। ‘অবশ্যই, প্রত্যেক সিরিজেই তো আমরা আশা নিয়ে যাই। দুর্ভাগ্যজনকভাবে হয়তো গত কয়েকটা ম্যাচ ভালো হয় নাই। স্বপ্ন নিয়ে যাচ্ছি ভালো কিছু হবে। আশা করি এই সিরিজে আমাদের খারাপ সময়টা ভালো হবে।’
চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে। আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন বাঁ হাতি এই পেসার, ‘আসলে সবসময়ই চ্যালেঞ্জ। কারণ সাদা বলে সব জায়গায় মোটামুটি ভালো উইকেটেই খেলা হয়। চ্যালেঞ্জ তো গ্রহণ করতেই হবে। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। দোয়া করবেন এই সিরিজটা আগে জিততে পারি।
বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 


আরো সংবাদ



premium cement