০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

বর্তমান নিয়েই থাকতে চান বাশার

-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। পরে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ পরবর্তী সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু সেই ওয়ানডে সিরিজেও থাকছেন না সাকিব। বিসিবি জানিয়েছে, সাকিবের ইচ্ছাতেই নাকি তাকে আফগান সিরিজে রাখা হয়নি। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেয়া সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ হয়ে গেল ।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তার সেই ইচ্ছা পূরণ নাও হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেই। চ্যাম্পিয়ন্স লিগের আগে বাংলাদেশের আর খুব বেশি ম্যাচ হাতে নেই। গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পর আর ওয়ানডে খেলেননি এই অলরাউন্ডার। রাজনৈতিক পট পরিবর্তনের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে সাকিব আদৌ ওয়ানডে খেলার সুযোগ পাবেন কি না তা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ।
বাস্তবতা বলছে সাকিবকে ছাড়াই পরিকল্পনা করছে বিসিবি। সাকিবের ভবিষ্যৎ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বলেন, ‘এটা আলোচনার বিষয়। সামনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়ে চিন্তা করা উচিত। অন্য কেউ এলে ভালো করব, না এলে খারাপ করব- এটা আমাদের মাথা থেকে দূর করে দেয়া উচিত। আমাদের যা আছে তা নিয়েই পরিকল্পনা করা উচিত।’

ঘরের মাটিতে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ভালো ফল করবে বলেই আশা করেছিল সবাই। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও খেলতে পারেনি টাইগাররা। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শান্তবাহিনী। এমন পারফরম্যান্স অবাক করেছে জাতীয় দলের এই সাবেক অধিনায়ককে। বাশার বলেন, ‘এই সিরিজটায় আমি খুব অবাক হয়েছি। সত্যিই বিস্মিত হয়েছি। পাকিস্তানের বিরুদ্ধে ওদের কন্ডিশনে খুব ভালো করার পর ভারত সফর থেকে আকস্মিক বিপর্যয় শুরু হয়েছে। ভারত শক্তিশালী দল, সেখানে সবাই সংগ্রাম করে। আশা করেছিলাম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করব। এমনটি সিরিজ জেতার প্রত্যাশাও করেছি।’
প্রত্যাশার কারণ জানিয়ে বাশার বলেন, ‘এর আগে যতগুলো দক্ষিণ আফ্রিকার দল এসেছে, এরাই সবচেয়ে অনভিজ্ঞ ছিল। এর আগে অনেক শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি। এ দলটা বেশ অনভিজ্ঞ এই কন্ডিশনে খেলার জন্য। প্রত্যাশা ছিল এই সিরিজটা জিতব। ভালো খেলব। বিস্ময়করভাবে আমরা দুটি টেস্টেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারিনি।’

 


আরো সংবাদ



premium cement