০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

ভিনিসিয়াস ফিরলেও নেই নেইমার

-


আল হিলালের জার্সিতে নেইমার জুনিয়রকে মাঠে নামতে দেখে অনেক ভক্তরা আশায় ছিলেন ব্রাজিলের হয়েও বুঝি মাঠ মাতাতে দেরি নেই আর। তবে অপক্ষোর প্রহর এখনই শেষ হচ্ছে না সমর্থকদের। এ বছর আর সেলেকাওদের হয়ে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। দলে ভিনিসিয়াস জুনিয়র ফিরলেও তার ক্লাব সতীর্থ এন্দিককে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল।
আগামী ১৫ ও ২০ নভেম্বর ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। দীর্ঘ এক বছর চোট কাটিয়ে জাতীয় দলের ফেরার চেষ্টা ছিল নেইমারের। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় কোচ দরিভাল জুনিয়র। আপাতত আল হিলাল তারকাকে ছাড়াই দলের পরিকল্পনা সাজাচ্ছেন সাম্বা কোচ।

সবশেষ গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। গত ২১ অক্টোবর আল হিলালে হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৩২ বছর বয়সী এই তারকা। তবে জাতীয় দলে নেইমারকে দলে না রাখার বিষয়ে কোচ দরিভাল বলেন, আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। সে পুরোপুরি সেরে উঠেছে। তবে মাঠে খুব কম সময়ই খেলেছে সে। এটা তাকে না রাখার বড় কারণ আমর পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সে-ও প্রস্তুত থাকবে। দলে ডাক পেয়েছেন ‘ছোট মেসি’ নামে পরিচিতি পাওয়া বিস্ময় বালক এস্তোভা উইলিয়াম।


আরো সংবাদ



premium cement