০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

আফগানিস্তানের বিপক্ষে সাকিববিহীন বাংলাদেশ

-

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নামজুল হোসেন শান্তর অধিনায়কত্বেই খেলবে টাইগাররা। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও।
বিসিবের ঘোষিত দলে ফিরেছেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় স্কোয়াডে আছেন পেস বোলার নাহিদ রানা। দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকির হাসান। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে ওয়ানডে সিরিজে খেলেছে বাংলাদেশ। সেই দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। কাঁধের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেই পেসার তানজিম হাসান।
ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বিবেচনা না করার কারণ হিসেবে বিসিবি উল্লেখ করে, এখনো জ্বরে ভুগছেন তিনি। যার জন্য তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দলের বাইরে রাখা হয়েছিল। এই সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান।

আফগানিস্তান সিরিজের আগে সবচেয়ে আগ্রহ ছিল অধিনায়ক নাজমুলকে নিয়ে। তিন সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। এ নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কথাও হয়েছে নাজমুলের। সেই বৈঠকের পর গতকাল নাজমুলকেই অধিনায়ক রেখে দল ঘোষণা করেছে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ হবে ৬, ৯ ও ১১ নভেম্বর। সেই লক্ষ্যে দুই গ্রুপে বিভক্ত হয়ে আজ ও আগামীকাল দুবাইয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
১৫ সদস্যের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল