০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

বেঙ্গালুরু টেস্টে স্পিনারদের রাজত্ব

-


ভারতীয় স্পিন বোলার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে মুম্বাই টেস্টের প্রথম দিন আড়াইশর আগেই আটকে দিয়েছে নিউজিল্যান্ডকে। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই ভারতও। দিনের শেষ ৮ বলেই পাল্টে যায় চিত্র। প্রথমে ব্যাট করা কিউইরা ৩ উইকেটে ১৫৯ রান ধেকে ব্যাটিং ধসে অলআউট হয় ২৩৫ রানে। এই ধসের পেছনে বড় ভূমিকা ছিল জাদেজার ৫ ও ৪ উইকেট নেয়া সুন্দরের। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭৮ রান থেকে ৮৪ রানেই ৪ উইকেট হারায় ভারত। অবশেষে প্রথম দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ৮৬ রানে। সফরকারীদের চেয়ে এখানো প্রথম ইনিংসে ১৪৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। ১৪ উইকেটের পতনের দিনে প্রথম দিন শেষে ব্যাকফুটে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। আর ৩-০তে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে কিউইরা। পুনেতে আগের ম্যাচে ১৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের নায়ক মিচেল স্যান্টনার মুম্বাই টেস্টে নেই সাইড স্ট্রেইন চোটের কারণে। টিম সাউদির জায়গায় ফেরানো হয়েছে ম্যাট হেনরিকে। জাসপ্রিত বুমরাহর অসুস্থতায় ভারতের একাদশে ফিরেছেন সিরাজ।

প্রথম দুই টেস্টে দারুণ ব্যাটিং করা ডেভন কনওয়ে এবার টিকতে পারেননি। চতুর্থ ওভারে পেসার আকাশ দিপের বলে এলবিডব্লিউ হন তিনি। প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট না পড়লেও পরের ঘণ্টায় চমৎকার দু’টি ডেলিভারিতে লাথাম ও রাভিন্দ্র বোল্ড করেন ওয়াশিংটন। ৩ উইকেটে ৯২ রান নিয়ে প্রথম সেশন শেষ করে নিউজিল্যান্ড। লাঞ্চ বিরতির পর দলকে এগিয়ে নেন ইয়ং ও মিচেল। এরপর ইয়ংকে ফিরিয়ে ৮১ রানের জুটি ভাঙেন জাদেজা। ওই ওভারেই জাদেজার দারুণ ডেলিভারিতে বোল্ড হন টম ব্লান্ডেল। দু’জনের আউটের পর নিয়মিত উইকেট পড়লেও এক প্রান্তে রান বাড়িয়ে নেন মিচেল। অপর প্রান্তে গ্লেন ফিলিপস, ইশ সোধি ও হেনরিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা। টেস্ট ক্যারিয়ারে ১৪ বার এই স্বাদ পেলেন তিনি। এরপর মিচেলকে থামিয়ে একই ওভারে এজাজকে ফিরিয়ে কিউইদের ইনিংস গুটিয়ে দেন ওয়াশিংটন।

জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিতকে দ্রুত হারায় ভারত। ১৫ রানে একবার জীবন পেয়েও ভারত অধিনায়ক ১৮ রানে ফেরেন হেনরির বলে স্লিপে ক্যাচ দিয়ে। দলকে এগিয়ে নেন এরপর জয়সওয়াল ও গিল। তাদের জুটিতে পঞ্চাশ পূর্ণ হয় ৫৮ বলে। এরপরই দিনের শেষ ১৫ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। রিভার্স সুইপের চেষ্টায় বোল্ড জয়সওয়াল। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে প্রথম বলেই আউট মোহাম্মদ সিরাজ। চমৎকার শটে চার মারার পরের বলেই রান আউট বিরাট কোহলি। ৮ বলেই ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল