বন্যায় ভেসে গেল রিয়ালের ম্যাচ
- ক্রীড়া ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
স্পেনে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার প্রভাবে এখন পর্যন্ত ১৫৮ জন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বন্যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও। আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার লা লিগার অনুরোধ সাপেক্ষে ভ্যালেন্সিয়া রাজ্যের সবধরনের ফুটবল ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ওই ম্যাচ ছাড়াও ভিয়ারিয়াল-রায়ো ভ্যায়েকানোর ম্যাচও স্থগিত করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি স্তরে খেলা মোট ১০টি ক্লাবকে নতুন করে ম্যাচের দিন তারিখ ঠিক করার প্রস্তাবপত্র জমা দেয়ার কথা বলেছে লা লিগা কর্তৃপক্ষ। এ ছাড়া ম্যাচ শুরুর আগে ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
আলভারেজের জোড়া গোলে অ্যাথলেটিকোর জয়
লা লিগার ষষ্ঠ স্তরের ক্লাব ইউই ভিক। অখ্যাত এই ক্লাবের বিপক্ষে গোল পেতে অ্যাথলেটিকো মাদ্রিদের অপেক্ষা করতে হয়েছে ৮১ মিনিট। বদলি নামা জুলিয়ান আলভারেজের পেনাল্টি গোলের পর ৮৯ মিনিটে তার আরেক গোলে কোপা ডেল রে’তে ২-০ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা