চ্যাম্পিয়নদের ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির অর্থ পুরস্কার
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০৫
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলকে অভিনন্দন জানাতে আগেভাগেই বাফুফে ভবনে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সোয়া ৫টার দিকে আসলেও বিমানবন্দর থেকে সাবিনাদের বহনকারী বাস আসতে আসতে ৭টা বেজে যায়। এই লম্বা সময় ধরেই ক্রীড়া উপদেষ্টা বাফুফে ভবনে অবস্থান করেন। এরপর সাফ জয়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ। পরে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা সাফ জয়ীদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। জানান, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের ১ কোটি টাকা পুরস্কার দেয়া হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টা সাফ চ্যাম্পিয়নদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।’ তিনি যোগ করেন, ‘আমরা নারী ফুটবলের উন্নয়নের সাথে রয়েছি।’ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ সাফ জয়ী বাংলাদেশ দলের জন্য ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেন।
ক্রীড়া উপদেষ্টা মহিলা ফুটবল দলের বেতন বকেয়ার বিষয়ে তিনি বলেন, নারী ফুটবল এবং নারী ক্রিকেটে সমস্যা আছে। আমরা এই নিয়ে বিসিবির সাথে কথা বলেছি। বাফুফের সাথেও বসবো। ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে ধন্যবাদ দেন সাফ জয়ীদের ২০ লাখ টাকা বোনাস দেয়ার জন্য। তিনি বিসিবি এবং বাফুফের মধ্যে সুসম্পর্ক প্রত্যাশা করেন।
বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সাব্বির আহমেদ আরেফ, সদস্য ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, মঞ্জুরুল করিম, ছাইদ হাছান কানন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা