মালদ্বীপের বিপক্ষে নেই জামাল
- ক্রীড়া প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর ঢাকায় দুই ফিফা প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। এ জন্য আপাতত ১৬ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। তবে এই তালিকায় নেই জামাল ভূঁইয়া। কেন নেই এর কোনো ব্যাখ্যা নেই। তবে জাতীয় দলে এত দিন ম্যানেজারের দায়িত্ব পালন করা আমের খান জানান, ‘জামালের স্ত্রী সন্তান সম্ভবা। এ নিয়ে জটিলতা মোকাবেলা করতে হচ্ছে জামালের স্ত্রীকে। তাই দুই সপ্তাহ আগেই ডেনমার্ক ফিরে গেছেন জামাল। সেখান থেকেই জামাল জানান তার পক্ষে এই মুহূর্তে জাতীয় দল এবং ব্রাদার্স ইউনিয়নে অনুশীলন করা সম্ভব নয়। সম্ভবত এই কারণেই জামালকে মালদ্বীপের বিপক্ষে দুই ফিফা প্রীতিম্যাচের জন্য ডাকেননি কোচ।’
উল্লেখ্য, এবার এখনো ক্লাব হীন জামাল। ঢাকা আবাহনী তাকে শেষ মুহূর্তে না করে দেয়ার পর এবারের দল বদলে কোনো ক্লাব পাননি। ফলে ব্রাদার্স তাকে দলে নেয়। এই ক্লাবের সাথে অনুশীলন শুরু করেই অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই চলে গেছেন ডেনমার্কে। অবশ্য জামালের ব্রাদার্সে রেজিস্ট্রেশনের বিষয়টি বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সিদ্ধান্তের অপেক্ষায়।
জামাল ভূঁইয়ার জাতীয় দলে অবস্থান অবশ্য নড়বড়ে হয়ে গেছে। অধিনায়ক হওয়া সত্ত্বেও তাকে অধিকাংশ সময়েই ৯০ মিনিট খেলান না কোচ। সাথে যোগ হয়েছে এবার এখনো কোনো ক্লাব না পাওয়ার বিষয়টি। এই ইস্যুতে তাকে বাদ দেয়ার চিন্তা আগে থেকেই কাবরেরার ছিল বলে জানা গেছে। অবশ্য জামাল ক্লাব পাননি ঠিক। তবে যারা ক্লাব পেয়েছেন, তাদের মধ্যে একমাত্র বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাবের প্রতিযোগিতামূলক ম্যাচই খেলা হয়নি। তাহলে ক্লাব না পাওয়ার যুক্তিতে কি জামালকে বাদ দেয়া যায়?
কাবরেরা এখন পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে পুরো স্কোয়াড ঘোষণা করতে না পারার নেপথ্য বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এখন ব্যস্ত আছেন এএফসি চ্যালেঞ্জ লিগে। আগামীকাল ভুটানের পারো এফসির বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলে ৩ তারিখে থিম্পু থেকে দেশে ফিরবে তারা। এরপর সেই দলে যাদের পূর্ণ ফিট হিসেবে পাওয়া যাবে তাদের নিয়েই পূর্ণ স্কোয়াড।
গতকাল যে ১৬ জনের তালিকা দেয়া হয় তাতে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা ও সুজন হোসেন। ডিফেন্সে মুরাদ হাসানের সাথে আছেন মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল ও তাজউদ্দিন। চার মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, পাপন সিং ও দিদারুল আলম। তিন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা