১৪তম ফাইফার তাইজুলের
- ক্রীড়া প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
ব্যাটসম্যানের টেকনিক যদি ভালো হয়, তাহলে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকেও রানের স্বর্গ বানানো যায়। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা নিজেদের টেকনিকটা ভালোই কাজে লাগাতে পেরেছেন। তাই কাল দু’টির বেশি উইকেট নিতে পারেনি বাংলাদেশ। দু’টি উইকেটই নিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় দিনে সেই টেকনিক যেন অকার্যকর ছিল। প্রথম সেশনেই নেই তিন প্রোটিয়া ব্যাটার। সবাইকেই ফিরিয়েছেন তাইজুল।
কাইল ভেরিয়েন্নেকে ফিরিয়ে ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তাইজুল। এর আগে ঢাকা টেস্টে ফাইফার হয়েছিল এই বাঁ হাতি স্পিনারের। সাথে দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের।
দিনের শুরুতেই তিনি ফেরান বেডিংহ্যামকে। জোরের ওপর করা তাইজুলের বলটি মিস করেছেন বেডিংহ্যাম, হয়েছেন বোল্ড। ৫৯ রানেই থামেন এই ব্যাটসম্যান। তারপর রিভার্স সুইপে ১৭৭ রানের ইনিংস খেলা ডি জর্জিও ফিরেন তাইজুলের শিকার হয়ে। সেটাও সুইপ করতে গিয়েই। তাইজুলের করা মিডললেগ স্টাম্প বরাবর করা বলটি প্যাডে লাগে এই ওপেনারের। আম্পায়ারও আবেদনে সাড়া দেন। ডি জর্জি রিভিউ নিয়েছিলেন। কাজে লাগেনি। তারপর গত টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরিয়েন্নাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। তাতে আরও একবার ৫ উইকেটের স্বাদ পেলেন তাইজুল। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা