৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

আমিরাতকে ১৮৩ রানে হারাল যুবারা

-

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল মিরপুর শেরেবাংলায় আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩১৪ রান করে। জবাবে খেলতে নেমে ১৩১ থেমে যায় সফরকারীদের ইনিংস। আর তাতেই ১৮৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত যুবাদের। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিকরা। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে ৯৬ রানের জুটি গড়েন। জাওয়াদ ৬৪ রানে আউট হন। এরপর দ্বিতীয় উইকেট রিফাত ও কালাম সিদ্দিকী অ্যালেন মিলে গড়েন আরও ৬৭ রানের জুটি। রিফাত ৫৮ রানে আউট হলে এই জুটি ভাঙে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯৭ রানে আউট হন অ্যালেন। বাংলাদেশের হয়ে এটাই সর্বোচ্চ রানের স্কোর। এই তিনজনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে বাংলাদেশ ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করায়। আব্দুল্লাহ তারিক চারটি উইকেট নিয়েছেন।
৩১৫ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই ভেঙে পড়ে আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। অফস্পিনার দেবাশীষ সরকারের ঘূর্ণি জাদুতে ১৩১ রানে থেমে যায় আমিরাতের ইনিংস। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নুরুউল্লাহ আইয়ুব। দেবাশীষ ২৫ রানে ৫টি উইকেট, রাফিউজ্জামান রাফি দুই উইকেট নেন।

 


আরো সংবাদ



premium cement