৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

মজিদের সেঞ্চুরির ম্যাচ ড্র

-

বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগে খুলনা ও বরিশালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয় দেড় দিন পর। প্রায় চার সেশন নষ্ট হওয়া এই ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। নিষ্প্রাণ এই ম্যাচে প্রাপ্তি বরিশালের আব্দুল মজিদের সেঞ্চুরি। বরিশালের উইকেট নিতে খুলনার অধিনায়ক সোহান ৯ বোলারকে ব্যবহার করেছেন। যদিও অনিয়মিত বোলাররা সাফল্য এনে দিতে পারেননি।
প্রথম ইনিংসে সোহানের দল ৯ উইকেটে ৪০৮ রানে ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ৯৫ রান করেন এনামুল।
গত সোমবার শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২৮ রান। গতকাল ইফতেখার ৪৩ রানে আউট হলেও মজিদ ১৩৪ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান। ২৫৫ বলে ১৫ চারে নিজের ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া সালমান করেন ৭৩ রান। সব মিলিয়ে ৭৬ ওভারে ৩ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল।
ঢাকা-রংপুর ম্যাচ ড্র
বৃষ্টি বিঘিœত ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচ ড্র হয়েছে। আগে ব্যাটিং করা রংপুরকে ২৫৩ রানে অলআউট করে ঢাকা। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৩২৭ রানে থামে তারা। জবাবে রংপুর ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতেই ম্যাচটি নিষ্প্রাণ ড্রতে রূপ নেয়।

 

 


আরো সংবাদ



premium cement