২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

আশিকুরের সেঞ্চুরি

-


প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়ালেন যুব এশিয়া কাপ জয়ী আশিকুর রহমান। চমৎকার ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি উপহার দিলেন ঢাকার হয়ে খেলা ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। সাথে জয়রাজ শেখের আশি ছাড়ানো ইনিংসে লিড পেল ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পাঁচ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন খুলনার এনামুল হক।
বিকেএসপির তিন নম্বর মাঠে ১৮৬ বলে পাঁচ ছক্কা ও ১০ চারে ১২৯ রান করেন আশিকুর রহমান। সেঞ্চুরির পর রিশাদ হোসেনের বলে আশিকুর ক্যাচ তুলে দিলে ভাঙে জয়রাজের সাথে ২০৪ রানের বন্ধন। ১৩৯ বল সেঞ্চুরি করেন আশিকুর। অথচ সিলেটের বিপক্ষে অভিষেক ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে স্রেফ ১৫ রান করেছিলেন। আশিকুরের সেঞ্চুরি ও জয়রাজের সাত চারে ৮৭ রানের ইনিংসে তৃতীয় দিন ৩২৭ রানে শেষ হয়েছে ঢাকার প্রথম ইনিংস। ৭৪ রানের লিড পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ২৮ রান করে দিন শেষ করেছে রংপুর। প্রথম ইনিংসে ২৫৩ রান করা দলটি এখনো পিছিয়ে ৪৬ রানে।

খুলনার ৪০৮ সেঞ্চুরির আফসোস এনামুলের
শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৯ উইকেটে ৪০৮ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বরিশাল। এখনো ৩৮০ রানে পিছিয়ে তারা।
আগের দিন ৬৬ রান করা খুলনার এনামুল গতকাল নার্ভাস নাইন্টিতে মনোযোগ হারিয়ে এক ছক্কা ও ১০ চারে ৯৫ রান করে সাজঘরে ফিরেন। চমৎকার ব্যাটিংয়ে দুই ছক্কা ও ছয় চারে ৬৭ রান করেন অমিত মজুমদার। নুরুল হাসান সোহান ফিফটি ছোঁয়ার আগে ফেরেন ড্রেসিং রুমে। এই কিপার-ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে এক ছক্কা ও দুই চারে ৪৪ রান। মেহেদি হাসানের এক ছক্কা ও ছয় চারে গড়া ৬৩ রানের ইনিংসে ৪০০ পার হয় দলের রান। বরিশালের তানভির ১২৪ রানে চার উইকেট নেন।

 


আরো সংবাদ



premium cement
পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি সরকার আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল বন্ধে সারজিস-হাসনাতের রিট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী শতাধিক অপরাধের অভিযোগ সার্কের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইরান সব অস্ত্র দিয়ে ইসরাইলি হামলার জবাব দেবে ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম দিন : ডা: শফিক সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম আমের বীজ সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সকল