২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র

-

লিভারপুলের জালে ম্যাচের শুরুতেই বল পাঠাল আর্সেনাল। ৯ মিনিট পরই সমতায় ফিরল অল রেডরা। প্রথমার্ধেই আবার এগিয়ে যায় গানাররা। নিজেদের মাঠে শেষ পর্যন্ত সেই এগিয়ে যাওয়া ধরে রাখতে পারল না আর্সেনাল। মোহাম্মদ সালাহর গোলে সমতা নিয়ে ফিরল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এই দুই দল পয়েন্ট ভাগাভাগিতে লিগ টেবিলের শীর্ষেই থাকল ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে টপার পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত হয় আর্সেনালের। ম্যাচের ৯ মিনিটেই বেন হোয়াইটের উঁচু করে বাড়ানো থ্রু পাস ধরে বক্সে একজনকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। ১৮ মিনিটে কর্নারে উড়ে আসা বল লুইস দিয়াজের হেড গোলমুখ থেকে আবার হেড করেই জালে পাঠান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। ৪৩ মিনিটে ডেকলান রাইসের ফ্রি কিকের বল হেডে জাল স্পর্শ করিয়ে ২-১-এ দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্সেনালের ওপর চাপ বাড়াতে থাকে লিভারপুল। খুব ভালো সুযোগ যদিও তৈরি করতে না পারলেও ৮১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় অ্যানফিল্ডের দলটি। পাল্টা আক্রমণে দারউইন নুনেজের বাড়ানো বলে, প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করে ১ পয়েন্ট নিশ্চিত করেন মিশরের ফরোয়ার্ড সালাহ।

এ দিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে হারের পর বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় গত পরশু বোচুমকে পাঁচ গোলে হারিয়েছে। এই জয়ে ৮ ম্যাচ শেষে লিপজিগের সমান ২০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বায়ার্ন।
ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে ইন্টার মিলানের মাঠ থেকে ৪-৪ গোলের ড্র নিয়ে ফিরেছে জুভেন্টাস। এ দিন নিজ মাঠে এএস রোমাকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ফিওরেন্টিনা।

 


আরো সংবাদ



premium cement
পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি সরকার আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল বন্ধে সারজিস-হাসনাতের রিট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী শতাধিক অপরাধের অভিযোগ সার্কের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইরান সব অস্ত্র দিয়ে ইসরাইলি হামলার জবাব দেবে ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম দিন : ডা: শফিক সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম আমের বীজ সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সকল