২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

স্পিনারদের প্রশংসায় মুশতাক

-


‘রিশাদের মতো লেগ স্পিনার যে কি না বাউন্স, স্পিন, গুগলি সব করতে পারে। সে দলের জন্য খুবই কার্যকরী হবে। নির্বাচকরা তাকে তিন সংস্করণের জন্য বিবেচনা করছে। কিন্তু আমার মনে হয় ভালো ওভার করতে কিভাবে বোলিং করতে হয় সেটা তাকে শিখতে হবে। সে যত তাড়াতাড়ি শিখবে ততই বাংলাদেশের জন্য ভালো খবর হবে ইনশা আল্লাহ।’ লেগ স্পিনার রিশাদকে নিয়ে এমনই মন্তব্য স্পিন কোচ মুশতাক আহমেদের।
তিনি যোগ করেন, ‘অনেক সময় একজন লেগস্পিনারের কোচিং, মানসিক, ট্যাক্টিক্যাল, টেকনিক্যাল কোচিংয়ের প্রয়োজন আছে। শুরুর দিকে এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত তিন-চার বছর এটার প্রয়োজন আছে। তার পর হয়ত সে উইকেট পড়তে পারবে, ব্যাটারকে কিভাবে আউট করতে হবে, ব্যাটারদের কিভাবে কাজ করতে হবে সবগুলো জিনিসই খুব গুরুত্বপূর্ণ। রিশাদ একের ভেতর তিন। উইকেট নিতে পারে, রান করতে পারে, ভালো ফিল্ডিং করে, টিম ম্যান হিসেবেও ভালো। তার মতো রহস্যময় খেলোয়াড় দরকার। যেটা আপনি ‘এক্স ফ্যাক্টর’ বলতে পারেন।’

সাকিব, তাইজুল, মিরাজ, নাঈম হাসান আরও অনেকেই আছেন। বাংলাদেশের স্পিন বিভাগ নিয়ে মুশতাকের মুল্যায়ন, ‘বিশ্বের প্রতিটা দেশের জয়ের পিছনে স্পিনাররা অনেক বড় ভূমিকা রাখছে। পাকিস্তানের সাথে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছে। ম্যাচ সেরা হয়েছে মিরাজ। সে খুব সম্ভবত ১৩-১৪ টা উইকেট পেয়েছে এবং সাকিব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। সবশেষ টেস্টটা আমরা হেরেছি কিন্তু তাইজুল ইসলাম ৮ উইকেট নিয়েছে। আমাদের এখন তাইজুল, সাকিব, রিশাদ, মিরাজ, শেখ মেহেদী, নাঈম, তানভীর আছে। একই সাথে বেঞ্চের শক্তিও বাড়াতে হবে। আমরা রহস্যময় স্পিনার খুঁজছি। আমি খুব খুশি যে অনূর্ধ্ব-১৭ দলে বেশ কিছু চায়নাম্যান স্পিনার, লেগ স্পিনার আছে।’ জানান, ‘শুধু স্পিন বিভাগ নয়, আমি বাংলাদেশের উন্নতির কথা ভাবি। আল্লাহর রহমতে কোচ হিসেবে আমার সামনে আরও অনেক অফার ছিল। আমি বাংলাদেশকে বেছে নিয়েছি কারণ তাদের সামর্থ্য আছে এবং তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। পাকিস্তানের মাটিতে তারা দারুণ ক্রিকেট খেলেছে। বিশ্বকাপেও তারা ভালো খেলেছে। কয়েক বছর আগে ইংল্যান্ডকেও হারিয়েছে। তারা সবাইকে চ্যালেঞ্জ জানাতে পারে।’
মুশতাক আরো বলেন, তাসকিন থেকে শুরু করে প্রত্যেক বোলারই ১৪০ এর ওপরে গতিতে বল করে থাকে। আপনার যদি এরকম গতির তিন-চারজন পেসার থাকে এবং ভালো কয়েকজন অলরাউন্ডার থাকে আমি বিশ্বাস করি তারা অনেক টুর্নামেন্ট জেতাবে।’

 

 


আরো সংবাদ



premium cement
পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি সরকার আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল বন্ধে সারজিস-হাসনাতের রিট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী শতাধিক অপরাধের অভিযোগ সার্কের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইরান সব অস্ত্র দিয়ে ইসরাইলি হামলার জবাব দেবে ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম দিন : ডা: শফিক সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম আমের বীজ সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সকল