২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

অনিকের জায়গায় অঙ্কন

-


চট্টগ্রাম টেস্ট খেলা হচ্ছে না জাকের আলী অনিকের। ম্যাচ শুরুর দু’দিন আগে ইনজুরিতে পড়েন তিনি। সেই ইনজুরিতেই তাকে এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে। জাকেরের জায়গায় চট্টগ্রাম টেস্টে খেলার জন্য দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
চট্টগ্রামে অনুশীলনে জাকের আলী মাথায় চোট পান। কনকাশান (মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব) ইনজুরিতে পড়েন। এই প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়োজিদ ইসলাম খান জানান, ‘রোববার ব্যাটিং অনুশীলনের সময় চোট পান জাকের আলী। সেই আঘাতে কনকাশান সমস্যায় পড়েন তিনি। এমন ধরনের আঘাতে এর আগেও কনকাশান সমস্যায় পড়েছিলেন জাকের আলী। এমন সমস্যা থেকে সেরে উঠতে এর আগে তার বেশ সময় লেগেছিল। তার কনকাশনের সেই ইতিহাস পর্যালোচনা করে ক্লিনিক্যাল রিপোর্ট দেখে তাকে সিরিজের দ্বিতীয় টেস্টের দলের বাইরে রাখা হয়েছে।’

ঢাকায় সিরিজের প্রথম টেস্টে জাকের আলী অনিকের অভিষেক হয়েছিল। সেই টেস্টের প্রথম ইনিংসে তিনি ২ এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন তিনি। তার জায়গায় ঢাকা ডিভিশনের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কনকে সিরিজের শেষ টেস্টের দলে নেয়া হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অঙ্কনের ৪৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। রান করেছেন ১৯৩৪। চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিরুদ্ধে নিজের খেলা একমাত্র ইনিংসে ১১৮ রানের সেঞ্চুরি হাঁকিয়েছেন।

 

 


আরো সংবাদ



premium cement
পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি সরকার আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল বন্ধে সারজিস-হাসনাতের রিট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী শতাধিক অপরাধের অভিযোগ সার্কের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইরান সব অস্ত্র দিয়ে ইসরাইলি হামলার জবাব দেবে ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম দিন : ডা: শফিক সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম আমের বীজ সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সকল