২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬
`

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে জয় রিয়ালের

-

সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডের ডনিয়েল ম্যালেন ও জেমি বাইনো-গিটেনসের গোলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় কার্লো অ্যানচেলোত্তির দল। অ্যান্তোনিও রুডিগারের গোলে ব্যবধান কমানো। এরপর ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরা। লুকাস ভাসকুয়েট দলকে এগিয়ে নেয়ার পর আরো দু’বার জালের ঠিকানা খুঁজে পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন ভিনিসিয়াস। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল চ্যাম্পিয়ন্স লিগের ভয়ঙ্কর দল রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগে এ দিন মোনাকো নিজ মাঠে ৫-১ ব্যবধানে হারিয়েছে সার্বিয়ান ক্লাব ক্রভেনাকে। ১০ জনের দল ক্লাব বুর্গের বিপক্ষে নিজেদের মাঠে ৩-১-এ জয় পেয়েছে এসি মিলান। এমিরেটসে ইউক্রেনের গোলরক্ষক দিমিত্রো রিজনিকের ভুলে শাখতার ডোনেস্কের বিপক্ষে সৌভাগ্যের জয় পেয়েছে আর্সেনাল। জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে নিজেদের মাঠে ১-০তে হেরেছে ইতালিয় সিরি ‘আ’ দল জুভেন্টাস। অস্ট্রিয়ার প্রফেশনাল ফুটবল ক্লাব স্ট্রামগ্রাজের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্প্যানিশ ক্লাব স্পোর্টিং। পিএসজি নিজ মাঠে ১-১ গোলে ড্র করে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে। স্লোভাক ক্লাব এসকে স্লোভান ব্রাতিস্লাভাকে ২-০ গোলে হারায় জিরোনা। ইতালির ক্লাব বুলোগ্নাকে নিজ মাঠ ২-০তে হারিয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দল অ্যাস্টন ভিলা।
সান্তিয়াগো বার্নাব্যুতে আরেকটি ঘুরে দাঁড়ানোর গল্প লিখে গত পরশু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫-২ ব্যবধানে জিতেছে রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে ম্যালেনের গোলে ১-০তে এগিয়ে যায় বল দখলের লড়াইয়ে প্রায় সমান তালে খেলে যাওয়া জার্মান ক্লাব ডর্টমুন্ড। চার মিনিট পর ব্যবধান ২-০ করেন গিটেনস। দুই গোল হজম করে ভয়ঙ্কর রূপ নেয় রিয়াল। তাদের আটকানোর কোনো উপায় যেন ছিল না ডর্টমুন্ডের। হারিয়ে ফেলা গতিও ফিরে পায়। তবে দুর্ভাগ্য তখনো হয়তো তাদের তাড়া করছিল; ৩৭ মিনিটে রদ্রিগো ও বেলিংহ্যামের পরপর দু’টি প্রচেষ্টা ক্রসবারে লাগে। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় রিয়াল। আর ডর্টমুন্ড ঘর সামলে রাখায় মনোযোগ দেয়। চাপ ধরে রেখে অবশেষে জালের দেখা পায় ম্যাচের ৬০ মিনিটে। এমবাপ্পে দারুণ ক্রসে লাফিয়ে হেডে গোলটি করেন জার্মান ডিফেন্ডার রুডিগার। দুই মিনিট পর মডরিচের পাস বক্সের মুখে স্লাইডে শট নেয়া এক ডিফেন্ডারের বল চলে যায় ভিনিসিয়াসের পায়ে। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে এবার ভাসকুয়েজের গোলে ৩-২-এ এগিয়ে যায় স্বাগতিকরা। তিন মিনিটে পর ভিনিসিয়াসের অবিশ্বাস্য গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে রিয়াল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একক নৈপুণ্যে আরেকটি চমৎকার গোলে হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে এটি প্রথম হ্যাটট্রিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ডর্টমুন্ড। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাস্টন ভিলা। তিন দলই ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় মোনাকো, তৃতীয় স্পোর্টিং ও চতুর্থ আর্সেনাল।


আরো সংবাদ



premium cement