২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

চ্যাম্পিয়ন সাবিনাদের প্রথম ম্যাচ আজ

অনুশীলনে বড় শামসুন্নাহার ও মনিকাদের পাশে কোচ জেমস বাটলার : বাফুফে -

‘ওদের আমি হালকাভাবে নিচ্ছি না। পাকিস্তানি ফুটবলাররা ফিজিক্যালি ভালো। সেট পিচে দক্ষ। তাই তাদের হারাতে আমাদের প্ল্যান ‘এ’ এবং প্ল্যান ‘বি’ থাকতে হবে। আমি ভারত ও পাকিস্তানের খেলা মাঠে বসে দেখেছি। চার গোলে পিছিয়েও পাকিস্তান স্কোর ৪-২ করে ফেলে’ - বাংলাদেশ কোচ জেমস বাটলার

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিক। একটি করে গোল মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না এবং রিতু পর্নার। ২০২২ কাঠমান্ডু সাফে গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের গোলেই বাংলাদেশের ৬-১ গোলে জয় পাকিস্তানের বিপক্ষে। এর আগে মালদ্বীপকে ৩-০ এবং পরে ভারতকে ৩-০, সেমিতে ভুটানকে ৮-০ এবং ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে গোলাম রাব্বানী ছোটনের দলের ইতিহাস গড়া প্রথম সাফ জয়। এবার বাংলাদেশ দলে নেই কোচ ছোটন। অবসরে চলে গেছেন স্ট্রাইকার স্বপ্না। পিটার জেমস বাটলারের গড়া মহিলা জাতীয় দলে বেশ কিছু নতুন ফুটবলার যারা এই প্রথম সাফে খেলছেন। তবে সাবিনা, রিতু এবং মনিকারা আছেন। সাবিনাদের সামনে আজ সেই পাকিস্তান। এই দলটির বিপক্ষে ম্যাচ দিয়েই আজ বাংলাদেশ দলের সাফ শিরোপা ধরে রাখার মিশন। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের এই ম্যাচ। পাকিস্তান অবশ্য প্রথম ম্যাচে ২-৫ গোলে হেরেছিল ভারতের কাছে।

পাকিস্তান বলেই বাংলাদেশ দল আজ জয়ের স্বপ্ন দেখতে পারে। কারন এখনো পিছিয়ে দেশটির মহিলা ফুটবল। তা ছাড়া পাকিস্তানের বাঁচা মরার লড়াই আজ। ভারতের কাছে বড় পরাজয়ের পর আজ তারা বাংলাদেশের কাছে হারলেই বিদায়। তবে বাংলাদেশ কোচ বাটলার কোনোভাবেই ছোট করে দেখছেন না পাকিস্তানকে। কারণ ভারতের বিপক্ষে তাদের ঘুরে দাঁড়ানোর ঘটনা। সে ম্যাচে তারা চার গোলে পিছিয়েও এক পর্যায়ে স্কোর লাইন ৪-২ করেছিল। তাই গতকাল অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে জানান, ওদের আমি হালকাভাবে নিচ্ছি না। পাকিস্তানি ফুটবলাররা ফিজিক্যালি ভালো। সেট পিচে দক্ষ। তাই তাদের হারাতে আমাদের প্ল্যান ‘এ’ এবং প্ল্যান ‘বি’ থাকতে হবে। আমি ভারত ও পাকিস্তানের খেলা মাঠে বসে দেখেছি। চার গোলে পিছিয়েও পাকিস্তান স্কোর ৪-২ করে ফেলে।’
সাবিনারা আজ জিতলেই চলে যাবে সেমিফাইনালে ফাইনালে। কারন গ্রুপে তিনটি দল। সে ক্ষেত্রে ২৩ অক্টোবর ভারত ও বাংলাদেশের ম্যাচ হবে গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচ। তবে বাংলাদেশ দল নেপালের শীতল আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর চেস্টা করছে। নেপাল এখন শীত শুরু হয়েছে। রাতে ঠাণ্ডার মাত্রা বেড়ে যায়। সব কিছু মাথায় রেখেই আজ একাদশ সাজাতে পারেন এই ব্রিটিশ কোচ। তিনি দ্রুত আক্রমণে উঠার কৌশলে বিশ্বাসী। ডিফেন্সে পড়ে থেকে খেলায় কৌশল পছন্দ করেন না। এতে ডিফেন্ডার মাছুরা, মিডফিল্ডার সানজিদা, মারিয়া মান্ডাদের ঠাঁই হতে পারে সাইড বেঞ্চে। ডিফেন্সে কোহাতি কিসকুর খেলা হতে পারে আজকের ম্যাচে।
এই ম্যাচে যথারীতি লাল-সবুজ মেয়েদের আক্রমণে নেতৃত্বে থাকবেন সাবিনা। সাথে তহুরা খাতুন এবং শামসুন্নাহার জুনিয়র। মিডফিল্ডে মনিকা, স্বপ্না রানীর সাথে রিতু পর্নার একাদশে থাকার সম্ভাবনা বেশি।
এ দিকে সাফের অন্য ম্যাচগুলোতে গত পরশু শ্রীলঙ্কা ১-০ গোলে মালদ্বীপকে হারায়। আর স্বাগতিক নেপালের সাথে গোলশূন্য ড্র করে বড় চমকের জন্ম দিয়েছে ভুটান। ভুটানের মহিলা ফুটবল যে বেশ এগিয়েছে তা তারা বাংলাদেশের বিপক্ষে দুই ফিফা প্রীতিম্যাচেই বুঝিয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল