১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

দশরথে সেরাটা দিতে চান কৃষ্ণা

কঠোর অনুশীলনে বাংলাদেশ গোলরক্ষক -

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে দুই প্রতিপক্ষের ম্যাচ। তাদের সম্পর্কে জানার সুযোগটা হাতছাড়া করলেন না বাংলাদেশের ফুটবলাররা। গ্যালারিতে হাজির ছিলেন সাবিনা বাহিনী।
নারীদের দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গতকাল উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তাদের খেলার ধরন, শক্তি, দুর্বলতা বুঝতে দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়েরা। পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার দুই দলের দেখায় তারা জিতেছিল ৩-০ গোলে।
শিরোপা ধরে রাখার অভিযানে আগামী ২০ অক্টোবর বাংলাদেশ শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গতবার এই দলটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা খাতুন, মারিয়া মান্দারা। এবারো জয়ই তাদের প্রত্যাশিত। এর তিন দিন পর খেলা হবে টুর্নামেন্টর সফলতম দল ভারতের বিপক্ষে। গতবার ফাইনালে উঠতে না পারা দলটি এবার প্রতিশোধের নেশায় উন্মুখ। চোখে চোখ রেখেই লড়াইয়ের জন্য প্রস্তুত পিটার জেমস বাটলারের বাংলাদেশ।
গত আসরে কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারো সেই আশা নিয়ে নেপাল গেছে সাবিনারা। আনফা কমপ্লেক্সে দলটির অনুশীলনে ছিলেন গত আসরে চার গোল করা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। যদিও চোটের কারণে দুই বছর ধরে ভুগছেন টাঙ্গাইল থেকে উঠে আসা এই ফুটবলার।
এবার চোট সারিয়ে নিজেকে নতুন করে নিংড়ে দিতে প্রস্তুত কৃষ্ণা। ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে চোটের কারণে ভারতে গিয়ে চিকিৎসা করতে হয়েছে। সুস্থ হয়ে দলের ইংলিশ কোচ বাটলারের দলে জায়গা করে নিয়েছেন। কৃষ্ণা জানান, ‘সবার আগে ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে। তিনি চেয়েছিলেন বলে আবার ব্যাক করেছি। এ ছাড়া যারা আমার খারাপ সময়ে পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ দিতে চাই। সবার সহযোগিতা নিয়ে জাতীয় দলে ফিরেছি।’
দুই বছরে কৃষ্ণাকে অনেক কষ্ট করতে হয়েছে। ‘দেখুন দুই বছর অনেক সংগ্রাম করেছি। যেহেতু অনেক দিন পর দলের সাথে যোগ দিয়েছি। তাই ওদের সাথে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়েছে। তার পরও মানিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। চোটের অবস্থা এখন ভালো। পায়ে কোনো ব্যথা নেই।’
বাটলারের একাদশে কৃষ্ণা নেই। তা একপ্রকার পরিষ্কার। তবে তাকে বদলি হিসেবে নামিয়ে প্রতিপক্ষকে ভড়কে দেয়ার লক্ষ্য। কৃষ্ণা বলেছেন, ‘যেহেতু দীর্ঘ দিন পর মাঠে ফিরেছি, আমার প্রধান লক্ষ্য হচ্ছে এক মিনিটের জন্য মাঠে নামলেও ভালোভাবে খেলা। সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাব। এক মিনিট বলেছি কারণ, দীর্ঘ দিন যখন একজন খেলোয়াড় চোটে থাকে, তখন নিজের আত্মবিশ্বাসও অনেকটা কম থাকে।’


আরো সংবাদ



premium cement