২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিনেমার থ্রিল-মাঠের এক্সাইটমেন্ট মিলে হতে পারে মহাকাব্য

সেরা উইকেটরক্ষক মুশফিক, ঢাকা ক্যাপিটালসের কর্ণধার চিত্রনায়ক শাকিব খান ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল বিপিএলের ড্রাফটে : ইন্টারনেট -


সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাংলাদেশে দু’জন বিখ্যাত মানুষের নাম একই। তাদের একজন ২২ গজের সাকিব আল হাসান। আরেকজন চলচ্চিত্র নায়ক রুপালি জগতের মানুষ শাকিব খান। এবার তিনি নাম লেখালেন ক্রিকেটেও। আসন্ন ১১তম বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস। গতকাল একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব খান। ড্রাফটে আসা ক্রিকেটার, কর্মকর্তা অনেকেই ক্যামেরার ফ্রেমবন্দী হয়েছেন শাকিবের পাশে দাঁড়িয়ে।

নতুন আগমনে শাকিবের সহজ সরল স্বীকারোক্তি, ‘খুব আনন্দের লড়াই হবে। খুব মিষ্টি, দুষ্টু লড়াই হবে। আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কিভাবে একসাথে কাজ করা যায়। একসাথে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট। এই দুই মহাশক্তি এক সাথে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য।’
তিনি যোগ করেন, ‘আমরা ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের। বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশী ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শকদের সমর্থন পাচ্ছি।’
ক্রিকেটার সাকিব আর অভিনেতা শাকিব একই দলে হলে কি হতে পারত। যদিও শাকিব খানের মনে হচ্ছে, দু’জন দুই দলে থাকায় রোমাঞ্চটা আরো বেশি হবে, ‘দু’জন এক দলে থাকলে ভালো হতো, অনেকে আবার উল্টোটা বলছেন, দু’জনকে দুই জায়গায় দেখা যাবে। বিষয়টা খুব আনন্দের হবে। দেখতে আরো খুব ভালো লাগবে। ড্রাফটে বসে যখন চূড়ান্ত সমীকরণ মিলাচ্ছিলাম, তখন বিভিন্ন গণমাধ্যমে যেভাবে খবরগুলো এসেছে, যে রকম উচ্ছ্বাস দেখেছি, মনে হয়েছে প্রথমবার বিপিএলে যে রকম উচ্ছ্বাস দেখেছিলাম সে রকমই উচ্ছ্বাস সবার মধ্যে। ইয়েস এবার হবে খেলা!’
গোছানো প্লেয়ার্স ড্রাফট আয়োজনের জন্য শাকিব খান বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

গতকাল অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট। ড্রাফটে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। ড্রাফটের আগেই দুর্বার রাজশাহী সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল জিসান আলমকে। তবে তারা ড্রাফটে আগে এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে।
মুশফিক হাসান, ইবাদত হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী এবারের বিপিএলে খেলার মেডিক্যাল ছাড়পত্র পাননি। ফলে বাংলাদেশের এই তিন পেসারের বিপিএলে খেলা হচ্ছে না। শুরুতে মেডিক্যাল বিভাগের সবুজ সঙ্কেত না পেলেও পরবর্তীতে অনুমতি পেতেই ইবাদতকে দলে নিয়েছে বরিশাল।
এ দিকে ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। নিজের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদ। এরপর বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানভির ইসলামকে দলে ভিড়িয়েছে। সেই সাথে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারো তারা দলে নেয় মাশরাফি বিন মর্তুজাকে।
বিদেশীদের সেটে নিজের প্রথম ডাকে সাইম আইয়ুবকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স দলে নিয়েছে আকিভ জাভেদকে। মোহাম্মদ হাসনাইনকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এরপর দ্বিতীয় ডাকে পাথুম নিশাঙ্কাকে দলে নিয়েছে বরিশাল। আর লুইস গ্রেগরিকে দলে নেয় খুলনা টাইগার্স। তৃতীয় সেটে দল পেয়েছেন সাব্বির রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহীর মতো ক্রিকেটাররা। বিদেশী ক্যাটাগরিতে সাউথ আফ্রিকার নান্দ্রে বার্গারকে নেয় বরিশাল এবং ইংল্যান্ডের রিস টপলিকে নিয়েছে সিলেট।


আরো সংবাদ



premium cement