২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃষ্ণাকে নিয়ে সাফ মিশনে বাংলাদেশ

-

আরো একটি সাফ খেলতে আজ নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালে নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলকে আনন্দে ভাসিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ঠিক দুই বছর পর সেই অর্জন ধরে রাখার কঠিন লড়াইয়ে সেই নেপালের মাটিতেই সাফ মিশনে লাল-সবুজের নারী ফুটবলাররা। ১৭ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। দলে সুযোগ পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ।
গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সেই কঠিন মিশনের আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। কোচ বাটলার কোনো প্রতিশ্রুতি দিলেন না, তবে তিনি বলেছেন, ‘দলের খেলোয়াড়দের যদি সততা ও নিষ্ঠা থাকে, তারা যদি আমার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে সাফল্য পাওয়া সম্ভব। তবে আমি আগাম কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না।’

অধিনায়ক সাবিনার মতে, এবারের সাফ কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, ‘আমরা গত সাফে ভারত ও নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিলাম। গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিলাম ৩-০ গোলে। ভারত, নেপাল আরো বেশি প্রস্তুতি নিয়ে আসবে, এবারের অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার ও মোসাম্মৎ সাগরিকা।

 


আরো সংবাদ



premium cement
দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী সোনারগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা খরচে ঠোঁটকাটাদের অপারেশন ক্যাম্প বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা

সকল