সেপ্টেম্বর সেরা কামিন্দু
- ক্রীড়া ডেস্ক
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বপ্নের মতো সময় কাটছে শ্রীলঙ্কান ক্রিকেটার কামিন্দু মেন্ডিসের। সেপ্টেম্বর মাসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন এই ক্রিকেটার। মাসজুড়ে চমৎকার খেলে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম গতকাল প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। কামিন্দু ও বাউমন্ট দুই জনই দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি। চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কামিন্দু। ছয় মাসের মধ্যে আরেকবার পুরস্কারটি জেতার পথে এবার তিনি হারান স্বদেশী প্রাবাথ জায়াসুরিয়া ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।
বাউমন্ট অবশ্য এই স্বীকৃতিটি পেয়েছিলেন আড়াই বছর আগে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেরা নারী ক্রিকেটার হয়েছিলেন ইংলিশ এই ব্যাটার। এবার পুরস্কারটি জিতে নেন তিনি আয়ারল্যান্ডের এমি ম্যাগুইয়ার ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝাকে হারিয়ে।
কামিন্দুর ব্যাট হেসেছে সেপ্টেম্বরেও। বাঁহাতি এই ব্যাটার গত মাসে চার টেস্টে ৪৫১ রান করেন ৯০.২০ গড়ে। দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্মরণীয় জয়ের টেস্টে ৬৪ রান করেন তিনি একমাত্র ইনিংসে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোয় তার ছিল বড় অবদান। গলে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ১১৪ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে খেলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস। আর টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম আট টেস্টেই ৫০ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি গড়েন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ৭৫ বছরের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কামিন্দু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা