১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

বিপিএল ড্রাফটে ১৮৮ স্থানীয় ক্রিকেটার

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের নিলামে সব মিলিয়ে ১৮৮ জন দেশী ক্রিকেটারের নাম জানা গেছে। আগামী ১৪ অক্টোবর ঢাকার এক অভিজাত হোটেলে করা নিলামে জানা যাবে কে কোন তাঁবুতে আশ্রয় নিচ্ছেন।
ক্রিকেটারদের ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে থাকা তারকা ক্রিকেটারদের প্রতি নজর ৭ ফ্র্যাঞ্চাইজির। এই তালিকায় আছেন- লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তৌহিদ হৃদয়। ‘এ’ ক্যাটাগরির তালিকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
‘বি’ ক্যাটাগরিতেও ১২ জন ক্রিকেটার আছেন। তাদের ভিত্তিমূল্য ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটার হচ্ছেন- তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাশরাফি বিন মর্তুজা। ‘সি’ ক্যাটাগরির ২২ ক্রিকেটারের তালিকায় আছেন- ইমরুল কায়েস, নাহিদ রানা, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকরা। তাদের ভিত্তিমূল্য ২৫ লাখ টাকা।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন ২৮ ক্রিকেটার। ২০ লাখ টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরির তালিকায় আছেন- আকবর হোসেন, জিসান আলম, রিপন মণ্ডল, রুবেল হোসেনরা। ‘ই’ ক্যাটাগরির ৫১ ক্রিকেটারের বিপরীতে বাকি ৬৩ ক্রিকেটার আছে ‘এফ’ ক্যাটাগরিতে। ‘ই’ শ্রেণীর ১৫ লাখ টাকার বিপরীতে ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১০ লাখ টাকা।
ঢাকা ক্যাপিটালসে অ্যালেক্স হেলস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ইতোমধ্যে দলটির নাম ঘোষণাও করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে শুরুতেই বড় চমক নিয়ে হাজির তারা। এবার তারা বিদেশী ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসকে। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের বাইরে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়নায়ক ফাফ ডু প্লেসিকেও ঢাকার জার্সি গায়ে বিপিএলের কয়েকটি ম্যাচে দেখা যেতে পারে।
চিটাগাং কিংসে শরিফুল
দীর্ঘ ১১ বছর পর বিপিএলে ফিরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে চিটাগং কিংস। এবার তারা জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে। সব কিছু ঠিক থাকলে সাকিব আল হাসানের সাথেও কথা বলতে রাজি তারা। ক’দিন আগেই তারা দলে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। বাংলাদেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। রিশাদ হোসেনকেও রেখেছে পছন্দের তালিকায়।


আরো সংবাদ



premium cement