ভেনু অপ্রস্তুতে পেছাল খেলা
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ অক্টোবর ২০২৪, ০১:৩৪
নির্দিষ্ট সময়ে খেলা শুরু করতে না পারার দুর্নাম ছিল বাফুফের লিগ কমিটির। আবার শুরু হলেও সেই খেলা নানা কারণে মাঝপথে স্থগিত করারও দুর্নাম ছিল। এতে সমালোচিত লিগ কমিটি পরে কঠোর অবস্থানে যায়। নির্দিষ্ট সময়ে খেলা শুরু এবং কোনোভাবেই মাঝপথে খেলা বন্ধ না করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে বহালও ছিল। তবে এবার শুরুতেই হোঁচট খেল বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। এবারের ফুটবল মৌসুমের পাঁচ ভেনুর তিনটিই প্রস্তুত নয়। মানে ক্লাবগুলো সেই স্টেডিয়ামগুলোকে হোম ভেনু করার অনুমতি পায়নি। ফলে গতকাল লিগ কমিটির জরুরি সভায় এবারের ফুটবল মৌসুমের খেলা শুরু পিছিয়ে দেয়া হয়। ১১ অক্টোবরের বদলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের ঘরোয়া ফুটবল। গতকাল সভা শেষে এই তথ্য জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। যথারীতি চ্যালেঞ্জ লিগ দিয়েই শুরু হবে ঘরোয়া ফুটবল।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য কিংস এরিনাকে ভেনু করেছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ময়মনসিংহ স্টেডিয়াম বাংলাদেশ পুুলিশ ও চট্টগ্রাম আবাহনীর হোম ভেনু। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম আবাহনী তা জানায়নি। কুমিল্লা স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও মোহামেডানের হোম । ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির পছন্দ মুন্সীগঞ্জ স্টেডিয়াম। নতুন ভেনু গাজীপুর স্টেডিয়ামকে হোম ভেনু করবে ওয়ান্ডারার্স ক্লাব ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। এর মধ্যে কিংস এরিনা ও ময়মনসিংহ স্টেডিয়াম প্রস্তুত। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি মিললেও গাজীপুর, কুমিল্লা ও মুন্সীগঞ্জের স্টেডিয়াম ব্যবহারে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার অনুমতি আদায় করতে পারেনি ছয় ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা ভেঙে দেয়া হয়েছে। নতুন করে অ্যাডহক কমিটিও গঠিত হয়নি। জানা গেছে, এই অবস্থায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকও একা সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে এই জটিলতা।
এখন খেলা পেছালে জট লাগবে । এই জট কাটাতে প্রথম ও ফিরতি লিগের মাঝের সময় একেবারেই কমিয়ে দেয়া হবে। ব্যাক টু ব্যাক লিগ করার পরিকল্পনার কথা জানান বাফুফের ম্যানেজার জাবের বিন তাহের আনসারী রনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা