২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার আগা সালমানের সেঞ্চুরি

শতরান করার পর দর্শকদের উদ্দেশে পাকিস্তানি ব্যাটার আগা সালমান : ক্রিকইনফো -

বাংলাদেশের বিপক্ষে গত আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টের প্রথম ইনিংস ছাড়া পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। অথচ সেই দলই ঘরের মাঠ মুলতানে রীতিমতো রানের পাহাড় গড়েছে ইংল্যান্ডের বিপক্ষে। দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ৫৫৬ রানের বড়সড় সংগ্রহ পায় শান মাসুদের দল। রানের পাহাড় গড়ার পেছনে বড় অবদান ছিল তিনটি অনবদ্য সেঞ্চুরির। প্রথমদিন সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মাসুদ ও আবদুল্লাহ শফিক। দ্বিতীয় দিন গতকাল ১০৪ রানে অপরাজিত ছিলেন সালমান আগা। এরপর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনশেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান করে ইংল্যান্ড।
মুলতানে প্রথম দিন শেষে সাউদ শাকিল ৩৫ ও রানের খাতা না খুলে অপরাজিত ছিলেন নাইটওয়াচম্যান নাসিম শাহ। দ্বিতীয় দিনের সকালে ৬৪ রানের জুটি গড়েন এ দু’জন। ৮১ বল খেলে ৩৩ রান করে আউট হন নাসিম শাহ। এরপর উইকেটে এসে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষকের ফেরার পর আট নম্বরে নামা আগা সালমান দ্রুত রান তুলতে থাকেন। ১০৮ বলেই সেঞ্চুরি (১০৪*) পূরণ করেন তিনি। ১৫ টেস্টের ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ৮২ রানে শোয়াইব বাশিরের বলে সাজঘরে ফেরেন শাকিল। শেষের দিকে ২৬ রানে আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাটে। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ তিনটি, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স দু’টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই অধিনায়ক অলি পোপকে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। এরপর জো রুটকে সাথে নিয়ে দিন পার করেন অপর ওপেনার জ্যাক ক্রাউলি। রুট ৩২ ও ৬৪ রানে অপরাজিত ছিলেন ক্রাউলি। পাকিস্তানের হয়ে একটি উইকেট নেন নাসিম শাহ।

 


আরো সংবাদ



premium cement
ফের পাকিস্তান থেকে এলো জাহাজ, এবার রয়েছে যেসব পণ্য কাবাঘরে ‌‘জয় বাংলা' স্লোগান’, পরিচয় জানা গেল সেই যুবকের গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি ‘ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হবে’ ঐক্যবব্ধভাবে জুলুম-নির্যাতনকারীদের প্রতিরোধ করতে হবে : অধ্যাপক মুজিবুর বাউফলের ধানদী কামিল মাদরাসা সুবর্ণজয়ন্তী উদযাপন পুঁজিবাজারে অস্থিরতায় রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ইসলাম নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : হাসান সরকার ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১ মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

সকল