০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

হতাশা কাটিয়ে সামনে চোখ চান নিগারের

হারের পর হতাশ বাংলাদেশ মহিলা দলের দুই ব্যাটার :বিসিবি -


প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ভালো হয়নি সেদিনও। অনেক দিন ধরেই ব্যাটিংয়ের সমস্যা ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। নারী টি-২০ বিশ্বকাপে গত শনিবার ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। সেই লক্ষ্য তাড়ায় খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি ব্যাটাররা। ২০ ওভার খেলে ৯৭ রানেই আটকে গেছে বাংলাদেশ।
আপাত দৃষ্টিতে ১১৯ রানের লক্ষ্য সহজ মনে হলেও আদতে বাংলাদেশের যে ব্যাটিং শক্তি ও সামর্থ্য, তাতে শারজাহর মন্থর ও স্পিন সহায়ক উইকেটে এই লক্ষ্য সহজ ছিল না মোটেও। নিগার সুলতানার দল পারেনি দারুণ কিছু করে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে। ম্যাচ শেষে তাই ব্যাটিং ব্যর্থতার কথাই আরেকবার তুলে ধরতে বাধ্য হলেন নিগার। বাংলাদেশ অধিনায়ক আঙুল তুললেন নিজের আউটের দিকেও। ‘ভালো একটি দলকে হারানোর বড় সুযোগ হারিয়েছি আমরা। আমাদের বোলাররা তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু ব্যাটাররা হতাশ করেছে। মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেনি দলের ব্যাটাররা।’

তিনি যোগ করেন, ‘পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারিনি, উইকেট ছুড়ে দিয়েছি। পাওয়ার প্লের পর খেলা নিয়ন্ত্রণে রাখতে পারলেও ভালো জুটি দরকার ছিল। আমি ও সোবহানা মোস্তারি ভালো জুটি গড়েছি; কিন্তু আমি বাজে সময়ে আউট হয়ে গেছি। অধিনায়ক হিসেবে আমার এটি করা মোটেও উচিত হয়নি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ।’
পাওয়ার প্লেতে শুরুটা ভালো করতে না পারায় রান তাড়ার কাজটা এমনিতেই আরো কঠিন হয়ে পড়ে। চার স্পিনার নিয়ে খেলতে নামা ইংলিশরা ক্রমে চেপে ধরে বাংলাদেশের ব্যাটারদের। এদিকে বল হাতে চার ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট শিকারি ফাহিমা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘বোলিং গ্রুপ হিসেবে আমরা সত্যিই ভালো করেছি। এই লক্ষ্য তাড়া করার মতোই ছিল। কিন্তু আমরা পাওয়ার প্লেতে ভালো ব্যাট করতে পারিনি। ব্যাটিং গ্রুপ হিসেবে আরো বেশি তাড়না দেখানো উচিত ছিল। ব্যাটিং খুবই হতাশাজনক ছিল।’

ফাহিমা ও নিগারসহ দলের প্রতিটি ক্রিকেটারই মনে করেছেন, বড় সুযোগ ছিল। ইংল্যান্ড অনেক বড় দল। তাদের বিপক্ষে আমরা খুব ভালো শুরু করেছিলাম। দলের সবাই আশাবাদী ছিল, আমরা এটা অর্জন করতে পারব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিংয়ের শুরুটা ধীরগতির হয়ে গেছে। অনেক বড় এবং ভালো সুযোগ আমরা মিস করেছি।
গ্রুপের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে উন্নতি না হলে ভালো কিছুর প্রত্যাশা করা কঠিন এই দুই ম্যাচ থেকেও। নিগার তবু আশা নিয়ে তাকাচ্ছেন সামনে। ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা অনেক ভালো করেছি। জেতার সুযোগ ছিল। সেটা হাতছাড়া হয়ে গেছে। তবে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পেয়েছি, যা সামনে এগিয়ে নিতে পারলে আমাদের জন্য ভালো হবে। আগামী ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা রয়েছে। হতাশা কাটিয়ে ওই ম্যাচের দিকে নজর দিতে হবে। ভুল যা হওয়ার তো হয়েছেই। দ্বিতীয়বার যাতে এমন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’


আরো সংবাদ



premium cement