০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

আরেকটি হতাশার রাত ম্যানইউ-চেলসির

-


আরো একটি হতাশার রাত কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টস ভিলার বিপক্ষে গোলশূন্য ড্র করে টানা পাঁচ ম্যাচ জয়হীন এরিক টেন হাগের দল। ভিলা পার্কের এই ম্যাচে রেড ডেবিলরা কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও এক এমিলিয়ানো মার্টিনেজের কাছেই পরাস্ত হতে হয় ওল্ডট্রাফোর্ডের দলটিকে। এই ম্যাচের আগে টেন হাগ সমর্থকদের ধৈর্য ধরার কথা বলেছিলেন। তবে ম্যাচের পর ম্যাচে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পর এই ডাচ কোচের চাকরি এখন হুমকির মুখে। দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। ড্রয়ের ফলে সাত ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ব্লুজরা। সমান ম্যাচে সমপরিমাণ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পঞ্চম অ্যাস্টন ভিলা। ৮ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে ম্যানইউ।

ম্যানচেস্টার সিটির কঠিন পরীক্ষাই নিয়েছে ফুলহ্যাম। প্রথমে পিছিয়ে পড়া ম্যাচে দারুণভাবে ফিরে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
দিনের অন্য ম্যাচে প্রথমে গোল খেয়ে হুঁশ ফিরে আর্সেনালের। গুনে গুনে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ৩-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল। সিরি ‘আ’তে তুরিনোর বিপক্ষে মার্কাস থুরামের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-২ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। অন্য দিকে ক্যাগলিয়ারির বিপক্ষে হোঁচট খেয়েছে জুভেন্টাস। লিগ ওয়ানে এদিন রেনেসের বিপক্ষে ২-১ গোলে জিতে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে উঠে এসেছে মোনাকো।

জয়ে ফিরেও কারভাহালের চোটে দুশ্চিন্তায় রিয়াল
স্প্যানিশ লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’তে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে ফিরতে হয়েছিল লিগ চ্যাম্পিয়নদের। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লিলের মাঠে তাদেরই বিপক্ষে ০-১ গোলে হেরে চাপে পড়ে বার্নাব্যুর দলটি। সেই চাপ থেকে উদ্ধারে গত পরশু ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ফেদে ভালভের্দে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। জয়ে ফিরেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিগ চ্যাম্পিয়নরা। এই ম্যাচে চোটে পড়ে মৌসুম একরকম শেষ হয়ে গেছে দলের রক্ষণভাগের ভরসার প্রতীক দানি কারভাহালের। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে দলের কোচ কার্লো অ্যানচেলোত্তির।

ম্যাচ শেষে দলের কোচ অ্যানচেলোত্তি জানান, ঘাড়ে অস্বস্তি অনুভব করছেন ভিনিসিয়াস। গতকাল পরীক্ষার পর ঘাড়ে চোটের কথা নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে কিছুই জানায়নি। এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সেলোনার পাশে বসেছে রিয়াল।


আরো সংবাদ



premium cement