০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

দেশের সর্বকনিষ্ঠ আইএম নীড়

-

উপ-মহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টারও তিনি। ১৯৮১ সালের অক্টোবরে নিয়াজ ১৫ বছর পাঁচ মাসে এই খেতাব অর্জন করেছিলেন। ৪৩ বছর বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব ছিল তার দখলে। গতকাল সেই রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। নীড় আইএম হলেন ১৪ বছর তিন মাসে। মননকে নিয়ে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ। অন্য চারজন হলেনÑ জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান। এদের মধ্যে চম্পক যুক্তরাষ্ট্র প্রবাসী। দেশের হয়ে খেলেন না। বলতে গেলে এখন নামেই তিনি আই এম।
গত শুক্রবার হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় ৮ খেলায় ৬ পয়েন্ট পাওয়ার পর মননের তৃতীয় নর্ম হয়। তাতেই তিনি ফিদে মাস্টার থেকে হয়ে যান আন্তর্জাতিক মাস্টার। নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন।
নিজের দীর্ঘ দিনের রেকর্ড ভাঙায় বেশ খুশি নিয়াজ মোর্শেদ, ‘খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এ জন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত। ভারতের মাদ্রাজের দাবাড়ু অ্যারন ১৯৬১ সালে আইএম হয়েছিলেন। ১৯৭৯ সালে বাংলাদেশে প্রথম রেটিং টুর্নামেন্টেও খেলেছিলেন তিনি।’

১৯৬১ সালে ভারতে আন্তর্জাতিক মাস্টার থাকলেও কেউ গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে নিয়াজ উপ-মহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন। এরপর ভারতীয় অনেকেই আরো কম বয়সে গ্র্যান্ডমাস্টার হলেও নিয়াজের রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বাংলাদেশের অন্য চার গ্র্যান্ডমাস্টারের পক্ষেও তা সম্ভব হয়নি। নিয়াজের বিশ্বাস নীড় সেই রেকর্ডও ভাঙতে পারবে, ‘সে এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস আগামী দু-তিন বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পারবে। আরেকটি রেকর্ড তার সামনে।’
আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারও বাংলাদেশ থেকে নতুন গ্র্যান্ডমাস্টার পাওয়ার স্বপ্ন দেখছেন, ‘ফাহাদ একটি জিএম নর্ম পেয়েছে। নীড় দারুণ সম্ভাবনাময়। তাদের এই ধারা অব্যাহত রাখলে আমরা অচিরেই গ্র্যান্ডমাস্টার পাওয়ার আশা রাখি।’
হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলতেই বাংলাদেশ দল সেখানে গিয়েছিল। অলিম্পিয়াড শেষে ফাহাদ, নীড়, তাহসিন, ওয়াদিফা, ওয়ালিজারা হাঙ্গেরিতে থেকে টুর্নামেন্ট খেলছেন। এতে ফলও আসছে। ওয়াদিফার মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। এবার নর্ম পেলেন নীড়।

 

 


আরো সংবাদ



premium cement