০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

সিরিজ প্রোটিয়াদের

-

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও দাঁড়াতেই পারল না আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও ১৭৪ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি ধবলধোলাই ঠেকাতে মাঠে নামবে আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ট্রিস্টান স্টাবসের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে আয়ারল্যান্ডকে ৩৪৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। আড়াই বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৬ ইনিংসের পর অবশেষে তিন সংখ্যার জাদুকরী ইনিংসের দেখা পান স্টাবস। বড় লক্ষ্য তাড়ায় ৩০.৩ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায় আইরিশরা।
সিরিজ জেতা ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব ব্যাটারই দুই অঙ্কের দেখা পান। টেম্বা বাভুমা ৩৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ওপেনিং জুটি থেকে আসে ৭৮ রান। পঞ্চাশার্ধো (৬৭) ইনিংস খেলেন কাইল ভেরিয়েন্নে। আগের ম্যাচে ফিফটি পাওয়া দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটার স্টাবস খেলেন ৮১ বলে ১১২ রানের অপারাজিত ইনিংস।
রান তাড়ায় আয়ারল্যান্ডের ব্যাটাররা প্রথম ওয়ানডের মতোই এবারো ব্যর্থ। ৩০ পেরোতে পারেনি কোনো আইরিশ ব্যাটারই। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড নবম উইকেটের পতন ঘটে ১১৭ রানেই। শেষ উইকেটে গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াংয়ের ৫২ রানের জুটি শুধু হারের ব্যবধানই কমায়। একই মাঠে সিরিজের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

 


আরো সংবাদ



premium cement